ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: শচীন তেণ্ডুলকরের খেলা দেখে ডন ব্র্যাডম্যান বলেছিলেন, ‘ছেলেটা অনেকটা আমার মতো খেলে।’ এবার বিরাট কোহলি সম্পর্কেও প্রায় একই সুরে প্রশংসা করলেন আর এক প্রবাদপ্রতিম ক্রিকেটার ভিভ রিচার্ডস। বিরাটের খেলা দেখলে নিজের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় এই ক্যারিবিয়ান কিংবদন্তির।
“আমার পছন্দের তালিকায় অনেক ব্যাটারই রয়েছে। শচীনের কথাই ধরুন, ও অবশ্য অবসর নিয়েছে। তবে বর্তমানে বিরাট আমার ফেভারিট। ওর খেলা দেখলে নিজের ফেলে আসা দিনের কথা মনে পড়ে যায়! দেখুন, যে সাহস দেখায় সে বিজয়ী হয়। বিরাট নিজের উপর ভরসা রাখে, সবসময় ১২০ শতাংশ আত্মবিশ্বাসী থাকে। আর মাঠে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে এমন লোকেরই তো দরকার হয়। আর যারা মাঠে নিজের দলকে রক্ষা করে, বিশেষত ক্যাপ্টেন হিসাবে, তাদের দেখতে আমার ভালোই লাগে। তাই সাম্প্রতিক সময়ের প্লেয়ারদের মধ্যে বিরাটকে আমি ভালোবাসি,” স্পষ্টই বলে দিয়েছেন ভিভ। যদিও বিরাট আর শচীনের মধ্যে তুলনায় নারাজ তিনি।
অবশ্য এই প্রথম নয়, অতীতেও বহুবার বিরাট প্রশংসা শোনা গিয়েছে ভিভের মুখে। যে আগ্রাসনের জন্য প্রাক্তন ভারত অধিনায়কের সমালোচনা হয়, তাতেই মজেছেন এই ক্যারিবিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের দুরন্ত সেঞ্চুরির দিকে ইঙ্গিত করে ভিভ বলেন, “সবার সব কথার জবাব তো দিয়েই দিল, নাকি! ওয়ানডে বিশ্বকাপের আগেও এই ফরম্যাটে ওর পারফরম্যান্স নিয়ে কত সমালোচনা হয়েছে। কিন্তু তারপর বিশ্বকাপে কী খেলাটাই না দেখাল! এই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। আর সে জন্যই ওকে আমি কিংবদন্তিদের তালিকায় রাখি। এভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সব প্লেয়ারের থাকে না। লড়াই, প্রাণশক্তি আর প্যাশনই বিরাটকে অন্যদের থেকে আলাদা করে। ওর ফিটনেস আর খেলার প্রতি খিদের সৌজন্য়ে ৫০ বছর পর্যন্ত অনায়াসে খেলতেই পারে। মাঠে ওর উপস্থিতির প্রমাণ সবসময় পাওয়া যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.