Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

সেমিতে সম্ভাব্য প্রতিপক্ষ ভারত, প্রস্তুতি সারতে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দু’দলই

মঙ্গলবার দুবাই স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে নামবে ভারত।

Champions Trophy Venue Mess: Both Australia and South Africa to travel to Dubai
Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2025 10:32 am
  • Updated:March 2, 2025 10:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনটাও হয়! মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ কে, সেটা এখনও চূড়ান্ত নয়। সেমিতে ভারতের প্রতিপক্ষ ঠিক হবে রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর। কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে গেলে হাতে বেশি সময় থাকবে না। তাই বেনজিরভাবে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের প্রস্তুতি সারতে পাকিস্তান থেকে দুবাই উড়ে গেল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুদলই।

Advertisement

২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল যে চারটে দল-ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড, তারাই আবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল যুদ্ধে নামছে। শুধু একটু অদল বদল হচ্ছে। ভারত যেমন সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল। এবার রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল যে শেষ চারের ম্যাচ দুবাইয়ে খেলবে, সেটা নিশ্চিত। কিন্তু সমস্যায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। কারণ তারা সেমিফাইনাল কোথায় খেলবে, সেটা নিশ্চিত নয় এখনও। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন ভারত যদি গ্রুপ শীর্ষে থাকে, তাহলে রোহিতদের শেষ চারের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। কিন্তু ভারত যদি নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অন্য সেমিফাইনাল হবে পাকিস্তানে।

কিন্তু দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া দু’টো টিমই দুবাই চলে যাচ্ছে। অস্ট্রেলিয়া শনিবারই দুবাই চলে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা মরুশহরে ঢুকছে রবিবার দুপুরে। আসলে পাকিস্তানে আর দুবাইয়ের পরিবেশ একেবারেই আলাদা। পাকিস্তানে পুরোপুরি ব্যাটিং উইকেট খেলতে হচ্ছে। দুবাইয়ের পিচে ব্যাট করা চ্যালেঞ্জিং। আর দুবাইয়ে সেমিফাইনাল হলে টিমগুলো প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না। কারণ সেখানে সেমিফাইনাল ৪ মার্চ। আর লাহোরে সেমিফাইনাল তার পরের দিন। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা দু’টো টিমই যেহেতু পাকিস্তানে খেলে ফেলেছে, ফলে সেখানকার পরিবেশ তাদের জানা। কিন্তু দুবাইয়ে কেমন উইকেট, সেটা তাদের কাছে অজানা। দুটো টিমই তাই ঠিক করে, তারা দুবাইয়েই প্রস্তুতি সারবে। তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।

কী দাঁড়াল, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা যে টিমই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাহোরে সেমিফাইনাল খেলতে নামুক না কেন, তাদের প্রস্তুতি সারতে হচ্ছে দুবাইয়েই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ