Advertisement
Advertisement
Asia Cup 2025

এশিয়া কাপের সময়সূচিতে আচমকা বদল, পিছিয়ে যাচ্ছে ম্যাচ শুরুর সময়, কেন এই সিদ্ধান্ত?

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ।

Change to Asia Cup 2025 schedule announced ahead of September tournament

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2025 6:22 pm
  • Updated:August 30, 2025 6:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে হঠাৎ বদলে দেওয়া হল এশিয়া কাপের সময়সূচি। কোনও ম্যাচের দিন বদল হয়নি। তবে একটি বাদে সব ম্যাচ শুরুর সময় বদলে দেওয়া হল। ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হল।

Advertisement

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে ৬টা এবং ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টার সময় শুরু হবে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে এসিসি জানিয়ে দিল, টুর্নামেন্টে যে ১৮টি খেলা রাতে হওয়ার কথা সবকটির সময় আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ম্যাচগুলি স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টা এবং ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে। টুর্নামেন্টের একমাত্র ডে ম্যাচ ১৫ সেপ্টেম্বরের আমিরশাহি বনাম ওমান ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় বিকাল ৫.৩০) থেকেই।

কিন্তু কেন আচমকা বদলে দেওয়া হল খেলার সময়? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে কোনও কারণ জানানো হয়নি। তবে সূত্রের দাবি, আমিরশাহীর তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী দলগুলি উদ্বিগ্ন। অতিরিক্ত গরমে ক্রিকেটারদের যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই খেলাগুলি আধ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়েছে।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।
আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি:
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ