Advertisement
Advertisement
Cheteshwar Pujara

রোহিতের কথা না শুনে ডাকাতের খপ্পরে পূজারা! একযুগ আগের গল্প শোনালেন দুই ‘বন্ধু’

রোহিতের কথা না শুনে ভালোমতো ফ্যাসাদে পড়েছিলেন পূজারা।

Cheteshwar Pujara refused to listen to Rohit Sharma, regretted it moments later
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2025 7:50 pm
  • Updated:June 7, 2025 7:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। জাতীয় দলে একসঙ্গে খেলা শুরুর আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধু। এই দুই বন্ধুর মজার একটি গল্প সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ২০১২ সালে একবার রোহিতের কথা না শুনে ভালোমতো ফ্যাসাদে পড়েছিলেন পূজারা। দুই তারকা একসঙ্গে বসেই সেই গল্প শোনালেন।

Advertisement

চেতেশ্বর পূজারার স্ত্রীর লেখা বই ‘দ্য ডায়েরি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ: অ্যান আনসামাল স্টোরি’র উদ্বোধনী অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছে পূজারা এবং রোহিতকে। সেখানেই গল্প শুনিয়েছেন রোহিত এবং পূজারা। ওই অনুষ্ঠানের মাঝেই পুজারার উদ্দেশে রোহিত বলেন, “আমি নিশ্চিত আমাদের ওই গল্পটা বইয়ে লেখা নেই। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ে ভারতীয় ‘এ’ দলের সফর কী হয়েছিল, সেটা লেখা আছে?” জবাবে মৃদু হেসে পূজারা বলেন, “আমি বলিনি গল্পটা। তবে ও (পুজারার স্ত্রী) জানে কিছু একটা হয়েছিল।”

এরপরই পুরনো সেই স্মৃতি রোমন্থন করেন পূজারা। তিনিও বলেন, “আমি নিরামিষ খাই। সেবার ত্রিনিদাদ-টোব্যাগোতে গিয়েও নিরামিশ খাবার খুঁজছিলাম। রাত ১১টা নাগাদ বেরিয়েছিলাম। কিন্তু অনেক খুঁজেও নিরামিষ খাবার পাইনি। উলটে ছিনতাইবাজদের খপ্পরে পড়েছিলাম। ঠিক কী হয়েছিল, সেটা অবশ্য বলব না। রোহিত বোধহয় ওই গল্পটার কথাই বলতে চাইছে।” পূজারার কথা শুনেই রোহিত পালটা বলেন, “গল্পের মূল সারাংশটা কী? সেটা হল, জেদ করা উচিত নয়। ওকে আমি নিষেধ করেছিলাম। বলেছিলাম, রাত ৯টার পর রাস্তায় বেরোস না। এটা ওয়েস্ট ইন্ডিজ। ও সেই কথা শোনেনি।” সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া ভারত অধিনায়ক বোঝালেন, তাঁর কথা না শুনেই বিপদে পড়তে হয়েছিল পূজারাকে। মনে হল যেন ওই গল্প করতে করতেই দুই বন্ধু পৌছে গিয়েছিলেন একযুগ আগের সেই সময়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ