সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংরেজ পেসার ক্রিস ওকস। প্রথমদিনের খেলা চলাকালীন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই ওভালে আর নামতে পারবেন না তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই সেকথা জানিয়ে দিল ইসিবি।
A further assessment will take place at the end of the series 🙏
Advertisement— England Cricket (@englandcricket)
চলতি সিরিজে সবচেয়ে বেশি বল করেছেন ওকস। বৃহস্পতিবার চোট পেয়ে মাঠ ছাড়ার আগে কেএল রাহুলের উইকেটও নেন তিনি। ৫৭ তম ওভারে করুণ নায়ারের ড্রাইভ আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও বাঁ কাঁধে চোট পান ওকস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখনই অনুমান করা গিয়েছিল, ওভালে আর বল করতে পারবেন না ইংরেজ পেসার।
দ্বিতীয় দিন সকালে খেলা শুরুর আগেই ইসিবির এক্স হ্যান্ডেলে জানানো হয়, পঞ্চম টেস্টে আর খেলতে পারবেন না ওকস। সিরিজের পর তাঁর চোট নিয়ে পরীক্ষানীরিক্ষা করা হবে। অর্থাৎ একজন বোলার কম নিয়ে বাকি চারদিন খেলতে হবে ইংল্যান্ডকে। এমনিতেই জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্সকে বাদ দিয়ে এই টেস্টে খেলছেন অলি পোপরা। তার উপর ম্যাচের মাঝপথে ওকসের ছিটকে যাওয়ার ফলে ইংল্যান্ডের বোলিং লাইন আপ দুর্বল হয়ে পড়বে।
ওকসের পরিবর্ত হিসাবে কোনও বোলারকে নিতে পারবে না ইংল্যান্ড। কারণ আইসিসির নিয়ম বলছে, চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না, ব্যতিক্রম কনকাশন সাব। একই নিয়ম প্রযোজ্য বোলারদের জন্য। কিন্তু কনকাশন ছাড়া অন্য চোটের ক্ষেত্রেও পরিবর্ত নামানোর পক্ষে সওয়াল করেছেন ভারত-ইংল্যান্ড দুই দেশের প্রাক্তন ক্রিকেটাররাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.