সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের মধ্যে দুজনেই দাপটের সঙ্গে খেলে ম্যাচ জেতেন। আর মাঠের বাইরে জেতেন হৃদয়। তাঁরা ‘পাণ্ডিয়া ব্রাদার্স’। অর্থাৎ ক্রুণাল পাণ্ডিয়া ও হার্দিক পাণ্ডিয়া। শিক্ষক দিবসে তাঁদের ছোটবেলার কোচ জিতেন্দ্র সিং জানালেন, কীভাবে তাঁর বোনের বিয়ের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন দুই ক্রিকেটার ভাই।
৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই উপলক্ষে জিতেন্দ্র জানান যে, ক্রুণাল-হার্দিকরা তাঁর বোনেদের বিয়েতে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা খরচ করেছেন। তিনি বলছেন, “হার্দিক ও ক্রুণাল আমাকে ভরসা দিয়েছিল, বড় বোনের বিয়েতে কোনও অসুবিধা হবে না। ২০১৮-তে সেই অনুষ্ঠানের সময় খরচের জন্য ওরা এগিয়ে এসেছিল। শুধু সেটাই নয়। ২০২৪-এ আমার আরেক বোনের বিয়ের সময় ওরা ২০ লক্ষ টাকা দিয়েছিল। এই টাকায় গাড়ি ও অন্যান্য উপহার কেনা হয়েছে।”
জিতেন্দ্র আরও বলেন, “২০১৫-১৬ সালের অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর হার্দিক আমাকে ৫-৬ লক্ষ টাকার একটা গাড়ি দিয়েছিল। তখন ওর সদ্য জাতীয় দলে অভিষেক হয়েছে, আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল ছিল না। আমি কিছুতেই গাড়িটা নিতে চাইনি। শেষে ক্রুণাল এসে আমাকে বোঝায়। হার্দিক আমাকে বলে, ‘আপনার সুরক্ষার জন্যই গাড়ি দিচ্ছি।’ এভাবেই ওরা শিক্ষককে শ্রদ্ধা জানিয়েছিল।”
বোনের বিয়ে ঠিক হওয়ার পর হার্দিক এসে জিতেন্দ্রকে বলেন, “আপনার বোন আমারও বোন। এখন ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সব দায়িত্ব আমাদের। চিন্তা করবেন না। সব ব্যবস্থা হয়ে যাবে। আমি কিন্তু ওকে কিছুই জানাইনি। তারপর আমার মা অসুস্থ হয়ে পড়ে। তখনও হার্দিক আমাকে টাকা দিয়ে সাহায্য করে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.