Advertisement
Advertisement
Mike Hesson

‘ভারতবিদ্বেষী’ আচরণের পরেও পাক ক্রিকেটারদের পাশে কোচ! কী বললেন হেসন?

ফাইনালের আগে আর কী বলেছেন তিনি?

Coach stands by Pak cricketers despite 'anti-India' behavior! What did Mike Hesson say?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 27, 2025 5:25 pm
  • Updated:September 27, 2025 5:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪১ বছরে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্ব এবং সুপার ফোরের ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করতে হয়েছে সলমন আলি আঘার দলকে। তা সত্ত্বেও ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের আচরণে বিতর্ক জন্ম নিয়েছে। রবিবার মহারণের আগে পাক কোচ মাইক হেসন মনে করেন, এই আচরণ আবেগের বহিঃপ্রকাশ।

Advertisement

মাঠে একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ আচরণ করে বিতর্কে জড়িয়েছেন হ্যারিস রউফ। কখনও সেটা বিমান ধ্বংসের ভঙ্গি করে, কখনও বা হাতের আঙুলে ছয় দেখিয়ে। এর ফলে রউফের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। অন্যদিকে, সুপার ফোরের ম্যাচে ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়িয়েছেন। তাঁকে অবশ্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, “ক্রিকেটারদের প্রতি আমার একটাই বার্তা, কেবল ক্রিকেটে মন দিতে হবে। এই ধরনের চাপের ম্যাচে সব সময় আবেগ থাকে। তাই খেলোয়াড়দের অঙ্গভঙ্গি আবেগ নিয়ন্ত্রিত হয়। তবু আমাদের ক্রিকেটের মধ্যে থাকতে হবে। ওদের দীর্ঘসময় চাপে রাখতে হবে। ফাইনালে ভারতকে চাপে রাখাই আমাদের মূল লক্ষ্য থাকবে। ফাইনালে কিন্তু অন্য খেলা হবে।”

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে গোহারান হেরেছে পাকিস্তান। তবে, সুপার ফোরের ম্যাচে বেশ কিছুটা লড়াই করেছে পাক দল। হেসন মনে করেন, সূর্যকুমার যাদবদের হারানোর ক্ষমতা রয়েছে তাঁর দলের। উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর পহেলগাঁও জঙ্গিহানার বিষয়ে মুখ খুলেছিলেন সূর্য। ভারত অধিনায়কের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। যদিও সূর্যর শাস্তি নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডও পালটা আবেদনের পথে হাঁটতে চলেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ