Advertisement
Advertisement
Smriti Mandhana

অজি কিংবদন্তির সঙ্গে তুলনা, বিশ্বকাপের আগে স্মৃতিকে কী পরামর্শ শুভমানের?

আর কী বলেছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক?

Comparison with the Aussie legend, what advice does Shubman Gill give to Smriti Mandhana before the World Cup?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 26, 2025 9:04 pm
  • Updated:September 26, 2025 9:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ দোরগোড়ায়। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো খেলেও সিরিজে হার স্বীকার করতে হয়েছে ভারতীয় মহিলা দলকে। তবে, সেই হারের মধ্যেও উজ্জ্বল ছিলেন স্মৃতি মন্ধানা। পরপর সেঞ্চুরি করে তিনি এখন দেশের হার্টথ্রব। এমনকী স্মৃতির স্মরণীয় পারফরম্যান্সে মুগ্ধ শুভমান গিলও। কী বলেছেন তিনি?

Advertisement

প্রাক্তন অজি ক্রিকেটার ড্যামিয়ান মার্টিনের সঙ্গে স্মৃতির তুলনা টানতে দেখা যায় শুভমান গিলকে। বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওয় টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক বলেন, “স্মৃতি অনেকটা ড্যামিয়ান মার্টিনের মতো। আসলে ওর খেলার স্টাইলটাই অমন। ওর মধ্যে অলস সেই ধীর গতির ছোঁয়াটা রয়েছে। টেকনিক এমন একটা জিনিস, যা কঠিন পর্যায়কে কাটিয়ে উঠতে সাহায্য করে। যখন আপনি চাপের মধ্যে থাকেন বা পরিস্থিতি কঠিন হয়, তখন এটা সাহায্য করবেই।”

উল্লেখ্য, ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন মার্টিন। নিখুঁত টেকনিক এবং ক্রিজে থাকার ধৈর্যের ক্রিকেটবিশ্বে সমাদৃত তিনি। অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তাঁর আগে স্মৃতিকে পরামর্শ দিয়ে গিল বলেন, “ওকে পরামর্শ দেওয়ার কিছু নেই। যেভাবে খেলছে, সেভাবেই খেলুক।”

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নতুন নজির গড়ে বিরাট কোহলিকে পিছনে ফেলেছিলেন স্মৃতি মন্ধানা। কেবল তাই নয় মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডও এই ইনিংস। এর আগে, রাজকোটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেটাই ছিল ওয়ানডেতে ভারতের মহিলা ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষেই দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে শতরান করেছিলেন তিনি। সুতরাং নিজের রেকর্ড নিজেই ভাঙলেন স্মৃতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ