সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। বেঙ্গালুরুতে বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার বিরাট কোহলির বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কুবন পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ।
১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর পরদিনই বেঙ্গালুরু ফেরে কোহলি অ্যান্ড কোং। পুলিশের অনুমতি না মেলায় সেদিন হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও সেদিনই চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বুধবার স্টেডিয়ামে যখন ‘আরসিবি বন্দনা’ চলছে, বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিত থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। কারণ দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। প্রশ্ন উঠছে, স্টেডিয়ামের বাইরে যখন স্বজনহারাদের কান্না, তখন ভিতরে কীভাবে আরসিবি’র ভিক্ট্রি ল্যাপ চলছে! ক্রিকেটারদের কাছে কি কোনও খবর পৌঁছয়নি? এরপরই বিরাট কোহলিকে গ্রেপ্তারির দাবিতে সরব হয় সোশাল মিডিয়ার একাংশ। আল্লু অর্জুনের পুষ্পা ছবির প্রিমিয়ারেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে কোহলির বিরুদ্ধে পদক্ষেপের দাবি ওঠে।
Bengaluru | A complaint has been submitted at the Cubbon Park Police Station against cricketer Virat Kohli by social activist H.M. Venkatesh. The Police have stated that the complaint will be considered under an already registered case and examined during the course of the…
— ANI (@ANI)
আর এবার জানা গেল কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ৪ জন। যাঁর মধ্যে রয়েছেন আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে। এই চারজনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.