Advertisement
Advertisement
Women's World Cup

ফের বিতর্ক ভারত-পাক ম্যাচে! আউট হয়ে মাঠ ছাড়তে চাইলেন না পাক ব্যাটার

ঠিক কী হয়েছিল?

Controversy again in India-Pak match! Pak batter refused to leave the field after being out
Published by: Prasenjit Dutta
  • Posted:October 5, 2025 9:39 pm
  • Updated:October 6, 2025 5:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের পর বিতর্ক! মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে রান আউট হয়ে মাঠ ছেড়ে বেরতেই চাইলেন না পাকিস্তানের মুনিবা আলি। এমনকী ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে পাক অধিনায়ক ফতিমা সানা চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। যদিও শেষমেশ মাঠ ছাড়তেই হয় তাঁকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভার চলছে। বল করছিলেন ক্রান্তি গৌড়। তাঁর বল লাগে মুনিবার প্যাডে। লেগ বিফোরের আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়ার অবশ্য আউট দেননি। রিভিউও নেয়নি ভারত। কিন্তু সেখানেই থামেনি ঘটনা। দীপ্তি শর্মার নিখুঁত থ্রো উইকেট ভেঙে দেয়। যদিও ফিল্ড আম্পায়ার জানিয়ে দেন ক্রিজে ছিলেন পাক ব্যাটার।

বিতর্কের শুরু তার পরেই। মাঠের আম্পায়ারকে থামিয়ে দেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, মুনিবার ব্যাট ক্রিজের ভিতরে থাকলেও উইকেটে বল লাগার মুহূর্তে তাঁর ব্যাট ছিল হাওয়ায়। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত নেন। পাকিস্তানের রান তখন ৬। 

এমন সিদ্ধান্তের পর একেবারে হতবাক হয়ে যান মুনিবা। তাঁর দাবি ছিল, বলটা ডেড হয়ে গিয়েছে। তাই কোন যুক্তিতে তিনি আউট? এই সময় ড্রেসিংরুম থেকে বেরিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন পাক অধিনায়ক ফতিমা সানা। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদল করেননি। উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালেও পাক ব্যাটার মহম্মদ নওয়াজের রান আউট নিয়েও প্রায় একই রকম ঘটনা ঘটেছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ