Advertisement
Advertisement
Ben Stokes Controversy

ম্যাঞ্চেস্টারে ড্রয়ের আজব প্রস্তাব! ম্যাচ শেষে জাডেজা-সুন্দরের সঙ্গে হাত মেলালেন না স্টোকস

ইংল্যান্ড অধিনায়কের মনোভাবের কড়া সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা।

Controversy erupted as Ben Stokes refused to shake hands with Jadeja and Sundar after match
Published by: Prasenjit Dutta
  • Posted:July 28, 2025 8:52 am
  • Updated:July 28, 2025 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু চিরপরিচিত এই প্রবাদটি ফের কালিমালিপ্ত হল। সৌজন্যে ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ৪ উইকেটে ৩৮৬। প্রায় নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ বাঁচিয়ে রবীন্দ্র জাদেজা তখন ৮৭ রানে অপরাজিত। ৮০-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন ৭৫ রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes Controversy) পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চাইলেন। আর এই নিয়েই যত কাণ্ড ম্যাঞ্চেস্টারে। এমনকী ম্যাচের পর জাদেজা এবং সুন্দরের সঙ্গে হাত মেলাতে চাননি স্টোকস। ইংল্যান্ড অধিনায়কের এমন মনোভাবের কড়া সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা। সরব হয়েছেন নেটিজেনরাও।

Advertisement

তখনও ১৫ ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে চান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার। নাটক সেখানেই শেষ নয়। এরপর ইংল্যান্ড উইকেটরক্ষক জেমি স্মিথ আম্পায়ারদের কাছে আলো কমে যাওয়ার অভিযোগও করেন। আম্পায়াররা তাতে কর্ণপাত করেননি। এর ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। ব্যাপারটা মেনে নিতে পারেননি স্টোকস। তিনি বল তুলে দেন হ্যারি ব্রুকের হাতে, যিনি পার্ট-টাইম বোলারও নন। তাঁর এই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়।

সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন জাদেজা, ওয়াশিংটন। এই পরিস্থিতিতে কেনই বা তাদের ড্রয়ের প্রস্তাব দিতে গেলেন স্টোকস, তা নিয়েও প্রশ্ন উঠছে। নেটিজেনরা বলছেন, ইংল্যান্ড অধিনায়ক তো নিজেও জানতেন টিম ইন্ডিয়ার দুই ব্যাটার সেঞ্চুরির মুখে। তাহলে জেনেবুঝে ছলচাতুরি করার চেষ্টা করেছিলেন তিনি? এমন ঘটনার পর ধারাভাষ্য দেওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন সুনীল গাভাসকর। তিনি বলেন, “কেন ওরা সেঞ্চুরির এত কাছে গিয়ে ড্রয়ের প্রস্তাব মেনে নিয়ে ফিরে আসবে? এত পরিশ্রম করেছেন ওরা। দু’জনেই সেঞ্চুরির যোগ্য। প্রয়োজনে বাকি ১৫ ওভারই ব্যাট করুক।” প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন পর্যন্ত বলেছেন, “এমন করা উচিত হয়নি স্টোকসের। সবার আগে ওর মনে রাখা উচিত, ক্রিকেট ভদ্রলোকের খেলা।” শেষমেশ জাদেজা (১০৭) এবং ওয়াশিংটন (১০১) দু’জনেই সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। 

ম্যাচের পর স্টোকসের সঙ্গে হাত মেলাতে যান জাদেজা এবং ওয়াশিংটন। ভদ্রতার লেশমাত্র না দেখিয়ে তিনি হাত মেলাতে চাননি। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। একজন প্রশ্ন করে বসেন, স্টোকস তো নিজেও একজন অলরাউন্ডার। এমন পরিস্থিতিতে কি সেঞ্চুরির এমন সুযোগ হাতছাড়া করতে চাইতেন তিনি? আরেকজনের কথায়, সহবত শেখেননি ইংল্যান্ড অধিনায়ক। আর সেটাই ভাইরাল ফিভারের মতো ছড়িয়ে পড়েছে তাদের দলে। এই বিষয়ে ম্যাচের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ওরা দুরন্ত ব্যাটিং করেছে। দু’জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিল। সিদ্ধান্তটা ওদেরই ছিল। যেভাবে ব্যাট করেছে, তাতে এই সেঞ্চুরি ওদের প্রাপ্য।” উল্লেখ্য, সিরিজে ভারত এখন ১-২ ব্যবধানে পিছিয়ে। এখন শুভমানদের সামনে একটাই লক্ষ্য, ওভালে জিতে সিরিজের সমতা ফেরানো। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ