সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে গিয়েছে পায়ের পাতা। কিন্তু অসহ্য যন্ত্রণা নিয়েই ব্যাট করতে নেমেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। খানিকটা বাধ্য হয়েই। কারণ আইসিসির নিয়মের গেরো বলছে চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না, ব্যতিক্রম কনকাশন সাব। কিন্তু বৃহস্পতিবারের ম্যাঞ্চেস্টারে যন্ত্রণাক্লিষ্ট পন্থকে দেখে ক্রিকেটমহলের প্রশ্ন, এবার কি তাহলে নিয়ম বদলানো উচিত নয়?
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন রিভার সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা গেল, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কিন্তু দেশের দরকারে তিনি সবটুকু উজাড় করে দিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের দুই উইকেট পড়তেই দেখা গেল, ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে মাঠের দিকে এগোচ্ছেন। খোঁড়াতে খোঁড়াতেই একের পর এক সিঙ্গলস নিচ্ছেন, আর হাততালি দিয়ে তাঁকে বাহবা জানাচ্ছে গোটা গ্যালারি। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত কষ্ট সহ্য করে ব্যাট করে গেলেন ডাকাবুকো পন্থ।
কিন্তু এই দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কেন এমন অমানুষিক যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্রিকেটারকে মাঠে নামতে বাধ্য করা হবে? যদিও আইসিসি নিয়ম অনুযায়ী পন্থকে মাঠে নামার জন্য বাধ্য করা হয়নি। কিন্তু নিয়মের ফাঁড়ায় ১০ জন ব্যাটারকে নিয়ে গোটা টেস্টে খেলতে হত ভারতকে। এই ‘অসাম্য’ দূর করতেই বাধ্য হয়ে নেমেছেন পন্থ। ক্রিকেটভক্তদের একাংশের মতে, যদি উইকেটকিপার হিসাবে পরিবর্ত নামানো যায় তাহলে পরিবর্ত হিসাবে নামা উইকেটরক্ষককে ব্যাট করার অনুমতিও দেওয়া উচিত।
তবে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল আবার মনে করেন, বর্তমানে যা নিয়ম রয়েছে সেটাই বজায় রাখা উচিত। তাঁর মতে, কনকাশন সাবের অপব্যবহারের ভূরি ভূরি অভিযোগ ইতিমধ্যেই রয়েছে। খেলা চলাকালীন যদি কেউ চোট পায় তাহলে কিছু তো করার নেই। নিয়ম যেরকম রয়েছে সেরকমই থাকা উচিত। উল্লেখ্য, ২০১৭ থেকে উইকেটকিপারের পরিবর্ত নামানোর আইন এনেছে এমসিসি। এবার কি তাহলে সেই নিয়ম বদলাবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.