Advertisement
Advertisement
Virat-Rohit

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট অবদান, রোহিত-কোহলিকে বিদায়ী সংবর্ধনার ভাবনায় অস্ট্রেলিয়া

১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

Cricket Australia plans farewell reception for Rohit, Kohli

ফাইল্ম ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 9, 2025 9:59 am
  • Updated:June 9, 2025 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এখন তাঁরা কেবল ওয়ানডে ক্রিকেটেই মনোনিবেশ করবেন। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রোহিত-বিরাটের। আর এই সুযোগে তাঁদের বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা ভেবে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানেই দু’জনকে জমকালো বিদায়ী সংবর্ধনা দেবে অস্টেলিয়া বোর্ড।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এই ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটাই হয়তো শেষবার, যখন আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখব। যদি সেটাই হয়, তাহলে ওদের দুর্দান্ত বিদায়ী সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব আমরা। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের অবিশাস্য অবদানের কথা সকলেই জানে। সেটাকে মনে রেখে ওদের সংবর্ধনা দেওয়া হবে।”

এখানেই শেষ নয়। কোহলিকে বিগ ব্যাশ লিগে খেলানোর ইচ্ছাও রয়েছে গ্রিনবার্গের। সম্প্রতি তিনি বলেন, “আমরা বিগব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয়, তাহলে দারুণ হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমরা আলোচনায় যেতে রাজি। চলতি বছরেই বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই। তিনি এলে এই লিগের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে।”

প্রসঙ্গত, ১৯ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ পারথে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে রয়েছে যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর। মনে করা হচ্ছে, ওয়ানডে’তে রোহিত, কোহলি-সহ পূর্ণশক্তির ভারতীয় দলই অস্ট্রেলিয়া যাবে। আর সেটা হলে অস্ট্রেলিয়া বোর্ডের তরফে দেওয়া সম্মান নিয়ে দেশে ফিরবেন বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা। তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া বিদায়ী সংবর্ধনা নিয়ে তাদের ইচ্ছার কথা জানালেও ভারতীয় বোর্ড দুই কিংবদন্তির বিদায়ী সংবর্ধনা নিয়ে কী ভাবছে, তা অবশ্য এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement