Advertisement
Advertisement
M Chinnaswamy Stadium

পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামীতে ফিরছে ক্রিকেট, আবারও শোনা যাবে জনগর্জন?

কোন প্রতিযোগিতার আসর বসতে চলেছে এই স্টেডিয়ামে?

Cricket returns to M Chinnaswamy Stadium after the stampede incident
Published by: Prasenjit Dutta
  • Posted:September 5, 2025 6:51 pm
  • Updated:September 5, 2025 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি’র আইপিএল জয়ের সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বিপাকে পড়তে হয়েছে এই স্টেডিয়ামকে। পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী থেকে সরেছে মহিলা বিশ্বকাপের ম্যাচ। তবে এই ট্র্যাজেডির পর প্রথমবারের ক্রিকেট ফিরতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আবারও শোনা যাবে জনগর্জন?

Advertisement

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কিছু ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। এটি প্রাক মরশুম প্রতিযোগিতা। ১৬টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। জানা গিয়েছে, ছ’টি ম্যাচ আয়োজিত হবে চিন্নাস্বামীতে। এর মধ্যে একটি সেমিফাইনাল এবং একটি ফাইনালও থাকবে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেডিয়ামের ভেতরে দর্শকদের প্রবেশাধিকার থাকছে না। খেলা হবে বন্ধ স্টেডিয়ামে।

একাধিক দল ছাড়াও মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ, হিমাচল এবং ছত্তিশগড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। অজিঙ্ক রাহানে, হনুমা বিহারি, ভেঙ্কটেশ আইয়ার, বিজয় শংকর, শশাঙ্ক সিংয়ের মতো তারকারাও খেলবেন এই টুর্নামেন্টে। প্রাক মরশুমের টুর্নামেন্ট হলেও এই ক্রিকেটারদের নিয়ে আগ্রহ থাকতে পারে। সেই কারণেই কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনও ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই দর্শকদের প্রবেশাধিকার থাকছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, মর্মান্তিক ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। জাস্টিস জন মাইকেল ডি’কুনহা কমিশনের তরফে জানানো হয়, স্টেডিয়ামের ডিজাইন এবং পরিকাঠামো বড় কোনও ইভেন্ট আয়োজনের অনুকূল নয়। কারণ এহেন পরিকাঠামোয় প্রচুর সংখ্যক দর্শক সামলানো সম্ভব নয়। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এমন পরিস্থিতিতে যদি বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে স্টেডিয়াম কর্তৃপক্ষ, তবে তা অত্য়ন্ত ঝুঁকিপূর্ণ হবে। জনসাধারণের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলেই জানানো হয়েছে। আর এই আবহে এবার প্রাক মরশুম টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement