সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের (Cricketer Death)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। জানা গিয়েছে, ম্যাচের চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ইমরান প্যাটেল নামে ওই ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি। মাঠেই মৃত্যু হয় ইমরানের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পুণের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। সেখানেই খেলছিলেন ৩৫ বছর বয়সি ইমরান। অলরাউন্ডার হিসাবে খেলেন তিনি। ব্যাট করতে নেমে ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। তার পরেই দেখা যায়, অস্বস্তি অনুভব করছেন ইমরান। আম্পায়ারকে তিনি জানান, হাতে এবং বুকে ব্যথা করছে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরনোর সময়ে আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা দৌড়ে যান ইমরানের কাছে। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই পুরো ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। ভাইরাল হয়েছে মৃত্যুর কোলে ইমরানের ঢলে পড়ার ভিডিও।
A young man, Imran Sikandar Patel, died of a while playing cricket in the Chhatrapati Sambhaji Nagar district of Maharashtra.
— Dee (@DeeEternalOpt)
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরানের। কিন্তু তাঁর সতীর্থ নাসের খান জানান, ইমরানের শারীরিক অসুস্থতা ছিল না। তা সত্ত্বেও কী করে হৃদরোগে আক্রান্ত হলেন ক্রিকেটার, সেটা বুঝতে পারছেন না কেউই। সতীর্থের এমন পরিণতিতে শোকস্তব্ধ ক্রিকেটাররা। জানা গিয়েছে, ইমরানের তিন মেয়ে রয়েছে। মাত্র চার মাস আগে জন্ম নেয় তাঁর তৃতীয় কন্যা। ক্রিকেট খেলার পাশাপাশি একটি জুসের দোকানও ছিল ইমরানের। ক্রিকেটারের এমন ঘটনার খবর শুনে শিউরে উঠছেন সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.