Advertisement
Advertisement
Punjab Cricket

ছক্কা মারার পরই মুখ থুবড়ে পড়ে মৃত্যু ক্রিকেটারের! ভাইরাল হাড়হিম করা ভিডিও

'জীবন কত ক্ষণস্থায়ী', বলছেন নেটিজেনরা।

Cricketer dies on pitch due to heart attack after hitting 6 in Punjab

প্রতীকী ছবি

Published by: Arpan Das
  • Posted:June 29, 2025 3:29 pm
  • Updated:June 30, 2025 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন কত ক্ষণস্থায়ী! এই সব ঠিকঠাক চলছে, আবার পরমুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন কত মানুষ। ঠিক সেই রকম ঘটনাই দেখা গেল ক্রিকেট মাঠে। বিরাট ছক্কা মারার পর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু এক ক্রিকেটারের। ভাইরাল সেই হাড়হিম করা ভিডিও।

Advertisement

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবে। ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে খেলছিলেন হর্জিৎ সিং। ভাইরাল ভিডিওয় দেখা যায়, ম্যাচে বিরাট ছক্কা মারেন তিনি। তারপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে যান। সতীর্থ ক্রিকেটারও এগিয়ে আসেন তাঁর দিকে। আচমকাই মাটিতে বসে পড়েন হর্জিৎ। প্রথমে মনে হয়েছিল, যেন ব্যাটে ভর দিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। সতীর্থ ক্রিকেটারও তাঁর পাশে একইভাবে বসেন। কিছুক্ষণ ওইভাবে থাকার পর মাটিতে মুখ থুবড়ে পড়েন হর্জিৎ।

প্রথমে কেউ বুঝেই উঠতে পারেননি, ঠিক কী হয়েছে। পরে বিপদ বুঝে সকলে ছুটে আসেন। সিপিআরও দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা বিপদ ঘটার ঘটে গিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু ঘটে হর্জিতের। সেই ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

এপ্রিল মাসে তেলেঙ্গানাতেও একই রকম ঘটনা ঘটেছিল। সিএমআর কলেজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে হঠাৎই মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান এক বি.টেক পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তার আগে গত বছর নভেম্বর মাসে পুণেতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয় ইমরান প্যাটেল নামে এক ক্রিকেটারের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি। মাঠেই মৃত্যু হয় ইমরানের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement