সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Air India Crash) প্রয়াত এক ক্রিকেটারও। জানা যাচ্ছে, গুজরাটের ২৩ বছর বয়সি দীর্ধ প্যাটেল বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। পড়াশোনার পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতেন তিনি। দীর্ধের প্রয়াণে শোকবার্তা জানিয়েছে তাঁর ক্লাবও।
দীর্ধ সম্প্রতি ইংল্যান্ডের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে কৃত্রিম বৃদ্ধিমত্তা নিয়ে গবেষণা শেষ করেছিলেন। এরপর তাঁর পরিকল্পনা ছিল টেক ইন্ড্রাস্ট্রিতে কেরিয়ার শুরু করার। পাশাপাশি লিডস মডারনিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন। ২০২৪ মরশুমে বিদেশি ক্রিকেটার হিসেবে ক্লাবের হয়ে খেলেছিলেন প্রতিভাবান অলরাউন্ডার।
দীর্ধের প্রয়াণে ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দীর্ধের পরিবার ও পরিচিতদের জন্য আমাদের সমবেদনা রইল।’ এয়ারেডেল ও ওয়ারফেডালে সিনিয়র ক্রিকেট লিগের তরফ থেকে জানানো হয়েছে, চাকরিতে ঢোকার পরও ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করার পরিকল্পনা ছিল দীর্ধের। লিগের তরফ থেকে আরও বলা হয়, ‘পড়াশোনা ও খেলাধুলো, দুটোতেই ও ভারসাম্য রাখতে জানত। সামনে ওর সুন্দর ভবিষ্যৎ ছিল।’
দীর্ধের দাদা ক্রুতিকও পুল ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন। তরুণ ক্রিকেটারের প্রয়াণের দুই ক্লাবই এক মিনিট শোকপালন করেছে। অন্যদিকে দীর্ধের অধ্যাপক ড. জর্জ বার্জিনিয়াসের মতে গবেষক হিসেবেও তিনি খুব প্রতিভাবান ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। মৃত্যু ঘটেছে ২৪১ জন যাত্রীর। বিমানটি যে মেডিক্যাল কলেজের হস্টেলে এসে ধাক্কা মেরে সেখানেও সে সময় একাধিক ডাক্তারি পড়ুয়া উপস্থিত ছিলেন। মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ১২৫ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে ৮৩ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.