Advertisement
Advertisement
Kiplin Doriga

আইসিসি’র প্রতিযোগিতা চলাকালীন ‘ডাকাতি’, গ্রেপ্তার বিশ্বকাপ খেলা ক্রিকেটার

২৮ নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে।

Cricketer playing in World Cup arrested for 'robbery' during ICC tournament

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 30, 2025 11:29 am
  • Updated:August 30, 2025 11:29 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি’র প্রতিযোগিতা চলাকালীন এক ক্রিকেটারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। আর যার জেরে গ্রেপ্তার হতে হল তাঁকে। অভিযোগ উঠেছে পাপুয়া নিউ গিনির জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিগার বিরুদ্ধে। ঘটনাটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের।

Advertisement

পাপুয়া নিউ গিনির ম্যাচ ছিল জার্সির বিরুদ্ধে। খেলার আগে ডোরিগার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মর্লি-কার্ক মামলাটি নিম্ন আদালতে তোলেন। বুধবার (২৭ আগস্ট) ডোরিগার জার্সির কোর্টে তোলা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযোগ স্বীকারও করেন ডোরিগা। প্রথমে মামলাটি রয়্যাল কোর্টে পাঠানো হয়েছিল। ফলে জামিন মঞ্জুর হয়নি ওই ক্রিকেটারের। ২৮ নভেম্বর পর্যন্ত ডোরিগাকে হেফাজতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার ২০২১ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন।

এই ঘটনার পর পাপুয়া নিউ গিনির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের কোনওরকম সম্পর্ক নেই। এর জন্য ডোরিগা নিজে দায়ী। কোনওভাবেই এই ঘটনার প্রভাব জাতীয় দলের খেলায় পড়বে না। বোর্ড স্পষ্ট করে দিয়েছে, এটা একেবারেই মাঠের বাইরের ঘটনা। যা নিয়ে দলের ক্রিকেটাররা ভাবছেন না।

৩৯টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারেরও বেশি রান রয়েছে তাঁর। চলতি চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৮৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। তবে, কুয়েতের বিরুদ্ধে ১২-র বেশি করতে পারেননি। তবে, দু’টি ম্যাচেই হেরে গিয়েছিল তাঁর দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে ৯টি ম্যাচে ৪টিতে জিতেছে পাপুয়া নিউ গিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ