Advertisement
Advertisement
Shikhar Dhawan

বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন, রায়নার পর এবার ধাওয়ানকে তলব ইডির

প্রাক্তন ক্রিকেটারকে আজই তলব করেছে ইডি।

Cricketer Shikhar Dhawan summoned by ED

শিখর ধাওয়ান। ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2025 12:10 pm
  • Updated:September 4, 2025 12:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরেশ রায়নার পর এবার শিখর ধাওয়ান। বেআইনি বেটিং অ্যাপের প্রচার নিয়ে আরও এক ক্রিকেটার ইডির স্ক্যানারে। ধাওয়ানকে বৃহস্পতিবারই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়ান রেকর্ড করা হতে পারে।

Advertisement

অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় বৃহস্পতিবারই শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত ধাওয়ানের নাম। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। জানা গিয়েছে, 1xBet নামের ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত নয়া আইনে ওই বেটিং অ্যাপ নিষিদ্ধ হয়েছে।

1xBet-এর সঙ্গে ধাওয়ানের কী চুক্তি হয়েছে, কীভাবে লেনদেন হয়েছে, সবটা বুঝে নিতে চাইছে ইডি। এর আগে সুরেশ রায়নাকেও এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তলব করেছিল ইডি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ওই ঘটনার মাসখানেকের মধ্যেই ধাওয়ানকে তলব করা হল। সূত্রের দাবি, ধাওয়ানের ভাইকেও তলব করেছে ইডি।

উল্লেখ্য, ২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি-২০ খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশত রানের মালিক তিনি। টেস্টে ৪০.৬১ গড়ে গব্বরের সংগ্রহ ২৩১৫ রান। টি-২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। গত বছরই অবসর ঘোষণা করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ