Advertisement
Advertisement
Ram Navami

রামলালার সামনে করজোড়ে কেশব, রামনবমীর শুভেচ্ছায় আইপিএল থেকে লা লিগার দলও

রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও।

Cricketers like Keshav Maharaj, David Warner and IPL franchises and Sevilla fc wishes Ram Navami
Published by: Arpan Das
  • Posted:April 6, 2025 6:19 pm
  • Updated:April 6, 2025 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর উৎসবে শামিল ক্রিকেটাররাও। কেউ-বা সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ-বা স্বয়ং উপস্থিত অযোধ্যার রামমন্দিরে। রামনবমীর শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকী স্পেনের ফুটবল ক্লাব সেভিয়াও শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে।

গত বছর রাজস্থান রয়্যালসে খেলেছিলেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন এই স্পিনার। রবিবার ইনস্টাগ্রামে স্টোরি দেন তিনি। অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তির সামনে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই। জয় শ্রী রাম।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছে। আইপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজিও শামিল রামনবমীর উৎসবে। ঋষভ পন্থ ও রবি বিষ্ণোইয়ের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রামলালার মূর্তি দিয়ে সকলকে সঠিক পথে নিয়ে চলার প্রার্থনা জানিয়েছে গুজরাট টাইটান্স। শ্রীরামের কাছে সকলের সুস্বাস্থ্য ও সাফল্যের আশীর্বাদ চেয়ে পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাদ যায়নি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এদিকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে স্পেনের ক্লাব সেভিয়া এফসিও। এমনিতে ভারতের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে বার্তা দেয় ৭বার ইউরোপা লিগ জয়ী দল। ক্রীড়াজগতে ভারতের সাফল্যতেও শুভেচ্ছাবার্তা জানায় তারা। এবার রামনবমীরও শুভেচ্ছা জানাল তারা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement