সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতেই পুরনো প্রবাদ মনে করিয়ে পড়শি দেশকে তোপ দাগলেন বীরেন্দ্র শেহওয়াগ-যুজবেন্দ্র চাহালের মতো ক্রিকেটাররা। আরেক প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানের মতে, ‘ঘটিয়া’ দেশ পাকিস্তান আরও একবার নিজের খারাপ রূপটা প্রকাশ করে ফেলল।
শনিবার দুপুরে পাকিস্তানের তরফে আর্জি জানানো হয় যুদ্ধবিরতির জন্য। সেই আবেদনে রাজি হয় ভারত। শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উধমপুরে পাক ড্রোন হামলা আটকছে ভারত। এছাড়াও শ্রীনগর, জম্মুর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বারমের, জয়সলমের এবং পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করা হয়েছে। অন্ধকার করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে গুজরাটের কচ্ছে।
তারপর থেকেই পাকিস্তানের নিন্দায় সরব হয়েছেন শেহওয়াগ-শিখররা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেহওয়াগ লেখেন, ‘কুত্তে কি দুম তেড়ি কি তেড়ি হি রেহতি হ্যায়।’ অর্থাৎ কুকুরের বাঁকা লেজ কখনও সোজা হয় না। একই পোস্ট দেখা যায় আরও দুই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং রাহুল তেওয়াটিয়ার এক্স হ্যান্ডেলে। অন্যদিকে শিখর ধাওয়ান এক্স হ্যান্ডেলে লেখেন,’ঘটিয়া দেশ নে ফির আপনা ঘটিয়াপান পুরি দুনিয়া কে আগে দিখা দিয়া।’ অর্থাৎ পাকিস্তান খারাপ দেশ। নিজের খারাপ রূপটা আবার গোটা দুনিয়ার সামনে প্রকাশ করে ফেলল তারা।
— Virrender Sehwag (@virendersehwag)
Ghatiya desh ne fir apna ghatiyapan poori duniya ke aage dikha diya.
— Shikhar Dhawan (@SDhawan25)
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পাক সেনা হামলা চালায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে। তবে ভারতীয় সেনার পালটা মারে ব্যর্থ হয়ে যায় সেসব আক্রমণ। তখনও শেহওয়াগ লিখেছিলেন, ‘পাকিস্তানের কাছে শান্ত থাকার সুযোগ ছিল। কিন্তু ওরাই যুদ্ধ ডেকে এনেছে। জঙ্গিদের রক্ষা করতে চাইছিল। আমাদের সেনাও যোগ্য জবাব দিচ্ছে। যা পাকিস্তান কখনও ভুলবে না।’জম্মুতে লাগাতার পাক ড্রোন আক্রমণ যেভাবে ভারত রুখে দিয়েছে, তাতে সেনাদের স্যালুট জানিয়েছিলেন শিখর। আরও একবার প্রিয় দেশের হয়ে গর্জে উঠল্কেন তারকা ক্রিকেটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.