Advertisement
Advertisement
Croatian cricketer

সর্বকনিষ্ঠ অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেটে নজির ক্রোয়েশিয়ার কিশোরের

টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড রয়েছে কার দখলে?

Croatian cricketer becomes youngest captain in international cricket
Published by: Prasenjit Dutta
  • Posted:August 8, 2025 6:43 pm
  • Updated:August 8, 2025 6:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৭। নাম জ্যাক ভুকুসিচ। ক্রোয়েশিয়ার ক্রিকেটার তিনি। এতটুকু বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে নাম তুলে ফেলল এই কিশোর ক্রিকেটার। বৃহস্পতিবার সাইপ্রাসের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে তাকে। এর সঙ্গে সবচেয়ে কম বয়সে দেশকে নেতৃত্ব দেওয়ার নজিরও গড়ে ফেলেছে সে।

Advertisement

১৭ বছর ৩১১ দিন বয়সে দেশকে নেতৃত্ব দিয়েছে সে। মাত্র ছ’টা আন্তর্জাতিক ম্যাচ খেলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে যায় এই অলরাউন্ডার। এক্ষেত্রে সে পিছনে ফেলল ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক নোমান আমজাদের রেকর্ড। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১৮ বছর ২৪ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

তালিকায় তৃতীয় স্থানে থাকলেন কার্ল হার্টম্যান। ১৮ বছর ২৭৬ দিন বয়সে আইস অফ ম্যানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হল না ভুকুসিচের। সাইপ্রাসের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় ক্রোয়েশিয়া। তবে ব্যক্তিগতভাবে খারাপ খেলেননি তিনি। সিরিজের প্রথম ম্যাচে চার ওভারের স্পেলে ব্যয়বহুল ছিলেন। ১ উইকেট নিলেও দিয়েছিলেন ৪১ রান। তবে ব্যাট হাতে করেন ৩২ বলে ৪৩ রান।

টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড রয়েছে আফগান লেগস্পিনার রশিদ খানের দখলে। ২০১৮ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ১৯ বছর ১৬৫ দিন বয়সে দেশের অধিনায়কত্ব করেছিলেন তিনি। সব মিলিয়ে পঞ্চম কনিষ্ঠতম আন্তর্জাতিক অধিনায়ক তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ