Advertisement
Advertisement
CSK

‘থালা’ ধোনির বিদায়বেলায় অলরাউন্ড ধামাকা, দাপুটে জয় দিয়ে আইপিএল অভিযান শেষ চেন্নাইয়ের

গোটা আইপিএলজুড়ে খোঁড়াতে থাকলেও শেষ ম্যাচে তারা হারিয়ে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে।

CSK ended IPL 2025 campaign with win over GT
Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2025 7:05 pm
  • Updated:May 25, 2025 7:23 pm  

চেন্নাই সুপার কিংস- ২৩০/৫ (ব্রেভিস ৫৭, কনওয়ে ৫২)
গুজরাট টাইটান্স- ১৪৭ (সুদর্শন ৪১,অংশুল ৩/১৩, নূর ৩/২১)
৮৩ রানে জয়ী চেন্নাই সুপার কিংস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসাবে সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ। প্রিয় থালাকে ‘পারফেক্ট ফেয়ারওয়েল’ দিতেই বোধহয় রবিবারের ম্যাচে চ্যাম্পিয়নের মেজাজে ধরা দিল চেন্নাই সুপার কিংস। গোটা আইপিএলজুড়ে খোঁড়াতে থাকলেও শেষ ম্যাচে তারা হারিয়ে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে। ব্যাটে-বলে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে এবারের আইপিএল অভিযান শেষ করল ইয়েলো আর্মি।

খাতায়কলমে রবিবার দুপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ম্যাচ নিয়ে সেরকম আগ্রহ ছিল না। তবু ‘মাহি’ নামক এক চুম্বকের টানে প্রখর রোদেও মাঠে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। অধিনায়ক হিসাবে হয়তো আর মাঠে দেখা যাবে না থালাকে। তাই ‘বিদায়ী’ ম্যাচে তাঁর হয়ে গলা ফাটাল স্টেডিয়াম। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ধোনি। তারপর থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়াম সাক্ষী থাকল ডেওয়াল্ড ব্রেভিস-ডেভন কনওয়েদের তাণ্ডবের।

চলতি আইপিএলে চেন্নাইয়ের অন্যতম সেরা আবিষ্কার ‘বেবি এবি’ ব্রেভিস, তরুণ তুর্কি উর্বিল প্যাটেল-আয়ুষ মাত্রেরা। এদিন তাঁরা সকলেই জ্বলে উঠলেন ব্যাট হাতে। আয়ুষ (৩৭), কনওয়ে (৫২),উর্বিল (৩৭), ব্রেভিস (৫৭)-সকলেই রান পেয়েছেন। নির্ধারিত ২০ ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে চেন্নাই। প্লে অফ নিশ্চিত করা গুজরাটের বোলিং লাইন আপ এদিন কার্যত দিশেহারা।

এবারের আইপিএলে বোলারদের যাবতীয় ব্যর্থতা ঢেকে দিয়েছে গুজরাটের টপ অর্ডার। এদিন বড় টার্গেট থাকলেও আশা ছিল সাই সুদর্শন-শুভমান গিলের উপর। তবে সুদর্শন ৪১ রান করলেও গিল ব্যর্থ। রান পাননি জস বাটলারও। টপ অর্ডার ব্যর্থ হতেই এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুজরাটের মিডল অর্ডার। কেউই সেভাবে রান করতে পারেননি। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত পারফর্ম করে আসা চেন্নাইয়ের নূর আহমেদ এদিনও তিন উইকেট তুলে নিলেন। তিন উইকেট পেয়েছেন অংশুল কম্বোজও। তবে শেষ ম্যাচ জিতলেও এবারের আইপিএল পয়েন্ট টেবিলে সকলের নিচেই থাকল চেন্নাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement