মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরুর আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শ্রীলঙ্কা ক্রিকেট ফাস্ট বোলার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) সম্পর্কে যে তথ্য দিয়েছে তাতে ঘুম উড়তে পারে সিএসকে (CSK) শিবিরের।
আইপিএলের বল গড়ানোর আগেই কিন্তু চাপে চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের প্রথমার্ধে ডেভন কনওয়েকে পাবে না চেন্নাই। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করতে হয় কনওয়ের। মে মাস পর্যন্ত নামতে পারবেন না কনওয়ে।
এরমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছে মাথিসা পাথিরানার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না পাথিরানা। বাংলার বাঘেদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান পাথিরানা। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সাময় লাগে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে শ্রীলঙ্কার এই বোলারকে, সেবিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে। সিএসকে-র প্রথম ম্যাচ ২২ মার্চ।
🚨 Team Updates
Matheesha Pathirana will not be available for selection for the 3rd T20I, as the player has sustained a Grade 1 hamstring injury on his left leg.
Pathirana suffered the injury while bowling in the 2nd T20i game.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC)
ধোনির দলের বিরুদ্ধে সেদিন নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের আইপিএলে ১২টি ম্যাচ থেকে ১৯টি উইকেট সংগ্রহ করেছিলেন মাথিরানা। এবছর কী করবেন, তা বলবে সময়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.