সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে তিনি বরাবরই ভয়ংকর। বিপক্ষ বোলারদের ত্রাস। দুরন্ত ব্যাটিংয়ের জন্য যেমন শিরোনামে উঠে আসেন, তেমনই মাঠের বাইরে ডেভিড ওয়ার্নারের (David Warner) কীর্তিও কিন্তু সবাইকে অবাক করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনও না কোনও বলিউড (Bollywood) সিনেমার দৃশ্যে নায়কের চরিত্রে মজা করে অভিনয় করেন। পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম (Instagram) এবং টিকটক (Tiktok) অ্যাকাউন্টে পোস্ট করেন। এখনও পর্যন্ত এরকম বেশ কয়েকটি ভিডিও পোস্টও করেছেন এই অজি বাঁ-হাতি ব্যাটসম্যান। যা তাঁর ভক্তদের বেশ পছন্দও হয়েছে।
সেরকমই একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার। যেখানে তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘ডন ২’ ছবির একটি সংলাপে অভিনয় করে দেখান। একটি অ্যাপের সাহায্যে কিং খানের জায়গায় নিজের মুখটি বসান। আর তাঁর অভিনয় দেখেই আপ্লুত নেটিজেনরা। অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন। কেউ কেউ আবার তাঁকে বলিউডে অভিনয় করার আহ্বানও জানান।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ওয়ার্নার। আর সেটি দেখেই মুগ্ধ হন ভারতীয়রা। একজন লেখেন, ‘‘আপনি অসাধারণ অভিনয় করছেন। এক্ষুনি ভারতে চলে আসুন।’’। অপর এক ব্যক্তির কথায়, ‘‘আমরা কি শাহরুখ এবং ওয়ার্নারকে একসঙ্গে দেখতে পারি’’। কেউ আবার বলেন, ‘‘আপনি বলিউডে চলে আসুন।’’ উল্লেখযোগ্যভাবে, ৯ বছর আগে ২৩ ডিসেম্বরই মুক্তি পেয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ডন ২ সিনেমাটি।
View this post on Instagram
David Warner’s latest post on insta
” as Don “
— : (@VaibhavMPatil13)
When Australian cricketer David Warner turns Don.
— Jagatjit (@iamJagatjit45)
এদিকে, ওয়ার্নার ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে। চোটের জন্য প্রথম টেস্টের পর এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন অজি এই ওপেনার। জানা গিয়েছে, তৃতীয় টেস্ট থেকে দলে ঢুকতে পারেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.