Advertisement
Advertisement

হাতে বুম! সাংবাদিকের ভূমিকায় ওয়ার্নারের দুই কন্যা, শাস্ত্রীর দিকে ধেয়ে এল চোখা চোখা প্রশ্ন

ফের ভাইরাল ডেভিড ওয়ার্নার।

David Warner's daughter interviews Australian opener and Ravi Shastri, video gone viral। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 9, 2023 4:03 pm
  • Updated:December 9, 2023 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে এবার বাইশ গজে নিজের পারফরম্যান্সের জন্য নয়। বরং তাঁর দুই কন্যার জন্য। কারণ তাঁর দুই কন্যা অবতীর্ণ সাংবাদিকের ভূমিকায়। এমনকী সেখানে রবি শাস্ত্রীকেও (Ravi Shastri) প্রশ্ন করতে দেখা যায়।

Advertisement

ছবির ক্যাপশনে ডেভিড লেখেন, ‘ব্রেকিং!!! আইভি ওয়ার্নার গেটস দিজ সামার্স হটেস্ট নিউজ (ব্রেকিং! এই গ্রীষ্মের সেরা গরমাগরম খবরটা পেয়েছেন আইভি ওয়ার্নার)।’ ডেভিড ওয়ার্নারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি ওই ছবি শেয়ার করেছে। তারা ক্যাপশনে লেখে, ‘হে ড্যাড, ওয়ান্টস টু টেল আস ইওর পিকস ফর দ্য অকশন?’ (হ্যালো বাবা,নিলামের জন্য তুমি কি তোমার বাছাই করা নামগুলো আমাদের বলবে?)।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়ে আয়ের নিরিখে টাকার পাহাড়ে বিসিসিআই]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বুম হাতে নিয়ে দাঁড়াতে দেখা গেল ওয়ার্নার কন্যাকে। বুম হাতে নিয়েই বাবার উদ্দেশে সাংবাদিকের কায়দায় ছুড়ে দিল চোখা চোখা প্রশ্ন। আর বাবা-মেয়ের এই আদুরে খুনসুটি সোশাল মিডিয়াতে ভাইরাল। দেখা গেল তাঁর বড় কন্যা আইভি তাঁর সাক্ষাৎকার নিচ্ছেন।

[আরও পড়ুন: তাঁর থ্রোয়েই প্রথমবার টাই হয়েছিল টেস্ট, প্রয়াত কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ