সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টের প্রথমদিন বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছে। দ্বিতীয় দিনেও কি একইভাবে ভেস্তে যাবে ম্যাচ? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। উল্লেখ্য, ওভাল টেস্টের (Test) প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের শিকার ভারত (India)। মাত্র ২০০র গণ্ডি পেরতেই পড়ে গিয়েছে ৬ উইকেট। অন্যদিকে, চোট পেয়ে ক্রিস ওকস মাঠের বাইরে চলে যাওয়ায় সম্ভবত একজন বোলার কম নিয়ে খেলতে হবে ইংল্যান্ডকে (England)।
ওভাল টেস্ট (Oval Test) ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। কিন্তু সেই মরণবাঁচন ম্যাচের প্রথম দিনের অনেকটাই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। প্রথমদিনে ৬৪ ওভার খেলা হয়েছে ওভালে। মেঘে ঢাকা স্যাঁতসেঁতে পরিবেশে দাপট দেখিয়েছেন ইংরেজ পেসাররা। ক্রিস ওকসদের বোলিংয়ে ছয় উইকেট খুইয়েছে টিম ইন্ডিয়া।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় দিনেও মেঘাছন্ন থাকবে ওভালের আকাশ। তবে সারাদিনে বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। কিন্তু তৃতীয় সেশনে বৃষ্টি আসতে পারে। ফলে এদিনের খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি থাকতে পারে। মেঘলা আবহাওয়ায় দুই দলের পেসাররাই দাপট দেখাবে, সেকথা বলাই বাহুল্য। এছাড়াও চতুর্থ দিন, রবিবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩৭ শতাংশ। সোমবার বৃষ্টির সম্ভাবনা ৩১ শতাংশ। তবে প্রায় প্রত্যেক দিনই আকাশের মুখ ভার থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। ঘণ্টা দেড়েক খেলার পরেই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দু’ঘণ্টা পরে ফের মাঠে নামেন ক্রিকেটাররা। তারপরেও বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। শুক্রবার তৃতীয় সেশনেও সেই একই ছবি দেখা যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.