Advertisement
Advertisement
Virat Kohli

আইপিএলের পর এবার দিল্লি প্রিমিয়ার লিগে বিরাট? মুখ খুললেন DDCA প্রধান

বিরাটের ভাইপো এবার খেলবে দিল্লি প্রিমিয়ার লিগে।

DDCA chief opens up on Virat Kohli's involvement in DPL

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 9, 2025 4:12 pm
  • Updated:July 9, 2025 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির স্থানীয় লিগ হলেও ডিপিএল নিয়ে গোটা দেশের ক্রিকেটমহলেই আগ্রহ রয়েছে। ঋষভ পন্থ, হর্ষিত রানার মতো ক্রিকেটাররা যুক্ত রয়েছেন এই লিগের সঙ্গে। খেলবেন একঝাঁক তরুণ তুর্কিও। কিন্তু দিল্লির ভূমিপুত্র বিরাট কোহলি নেই সেখানে। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও আইপিএলে চুটিয়ে খেলেছেন বিরাট। আগামী দিনে কি তাঁকে দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে?

Advertisement

বিরাট নিজে না থাকলেও কোহলি পরিবারের উপস্থিতি থাকবে এবারের ডিপিএলে। কারণ বিরাট কোহলির দাদা বিকাশের ১৫ বছর বয়সি পুত্র আর্যবীর খেলবেন এই টুর্নামেন্টে। গতবারের রানার্স আপ সাউথ দিল্লি সুপারস্টার্জে যাচ্ছেন আর্যবীর, ১ লক্ষ টাকায়। আর্যবীর কোহলি লেগ স্পিনার। বিরাটের কোচ রাজকুমার শর্মার অধীনেই তার প্রশিক্ষণ চলছে।

এছাড়াও দিল্লি প্রিমিয়ার লিগে খেলবে বীরেন্দ্র শেহওয়াগের ১৭ বছর বয়সি পুত্র আর্যবীরও। শেহওয়াগের বড় ছেলে আর্যবীরের নাম অবশ্য ইতিমধ্যেই চর্চিত। দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল। তাই দিল্লি প্রিমিয়ার লিগেও আকাশছোঁয়া দাম পেয়েছে শেহওয়াগপুত্র। গত ৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম ছিল। সেখানে ৮ লক্ষ টাকায় শেহওয়াগপুত্রকে কিনে নিয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। আর্যবীরের ভাই বেদান্ত শেহওয়াগকেও ৪ লক্ষ টাকায় কিনেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স।

আরও একঝাঁক পরিচিত মুখ খেলবেন দিল্লি প্রিমিয়ার লিগে। দিগ্বেশ রাঠি, প্রিয়াংশ আর্য, আয়ুশ বাদোনি, অনুজ রাওয়াত, নভদীপ সাইনির মতো তারকারা রয়েছেন নানা স্কোয়াডে। কিন্তু বিরাটকে কি কোনওভাবে এই টুর্নামেন্টে যুক্ত করার কথা ভাবছে আয়োজকরা? ডিডিসিএ প্রধান রোহন জেটলি বলেন, “বিরাট যদি এই লিগে খেলত তাহলে সবচেয়ে খুশি হতাম। তবে বিরাটের মতো মাপের ক্রিকেটার যদি তরুণ ক্রিকেটারদের গাইড করেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। ও আগের মতোই দিল্লি ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দরকার হলেই ওকে আমরা পাব।” তবে আসন্ন মরশুমে আদৌ বিরাট কোনওভাবে লিগের সঙ্গে যুক্ত থাকবেন কিনা জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement