সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যানদের মন রাখতে এআই ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে জড়াল দিল্লি ক্যাপিটালস। রবিবার আচমকাই দেখা যায়, দলটির সোশাল মিডিয়ায় ১০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি এআই ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে দিল্লির সহঅধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস এবং পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে। তারপরেই তুমুল সমালোচনা নেটদুনিয়ায়।
ঘটনার সূত্রপাত আইপিএল চলাকালীন। দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ ছিল জয়পুরে। নির্ধারিত ২০ ওভার শেষে ২০৬ রান তোলে পাঞ্জাব। তিন বল বাকি থাকতে সেই টার্গেট তাড়া করে জিতে যায় দিল্লি। ওই ম্যাচের পরেই পাঞ্জাব মালকিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্যাফ। বেশ কিছুক্ষণ হাসিমুখে কথাও বলেন দু’জন। সেই কথোপকথনের একটি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়। তারপরেই নেটদুনিয়ায় শুরু চর্চা।
এক্স হ্যান্ডেলে এক নেটিজেন লেখেন, ‘দয়া করে কেউ প্রীতি জিন্টা এবং ফ্যাফ ডু’প্লেসিসকে নিয়ে একটি সিনেমা বানান। ফ্যাফকে একেবারে অ্যাকশন হিরোর মতো দেখতে লাগছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রীতি যেন আরও সুন্দরী হয়ে উঠছেন।’এখানেই না থেমে ওই নেটিজেনের আরও মত, স্পোর্টস ড্রামা বা রয়্যাল রোম্যান্সের মতো ছবিতে দু’জনকে দারুণ মানাবে। এই পোস্ট দেখেই ফ্যাফের জবাব, ‘তাহলে এমনটা হয়েই যাক।’ তবে সঙ্গে থাকা ইমোজিগুলি থেকেই বোঝা যায়, নিছক মজার ছলে এমন মন্তব্য করেছেন ফ্যাফ।
কিন্তু মজার ছলে বলা প্রোটিয়া তারকার কথাগুলোকে বাস্তব রূপ দিয়ে ফেলল দিল্লি ক্যাপিটালস। তাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রীতি অভিনীত একাধিক ছবির দৃশ্য। কিন্তু তাঁর সঙ্গে নায়ক হিসাবে দেখা যাচ্ছে ফ্যাফকে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই দিল্লি ক্যাপিটালসকে তুলোধোনা শুরু করেন নেটিজেনরা। গোটা বিষয়টিকে অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় বলে মনে করছেন তাঁরা। কটাক্ষ করে নেটিজেনরা বলেছেন, ‘খেলে তো ট্রফি জিততে পারছে না দিল্লি। একদিন এইভাবে এআইয়ের সাহায্যে ট্রফি জিততে হবে।’ তুমুল বিতর্কের মধ্যে পড়ে অবশ্য পোস্টটি সরিয়ে নিয়েছে দিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.