সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) বা হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), এমনকী ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) নন। প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে দ্বি-শতরান গড়ার নজির গড়লেন দিল্লির এক ক্রিকেটার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
টি২০-তে দ্বিশতরানের মালিক কে হবেন? একাধিকবার এমন আলোচনা উঠে এসেছে ক্রিকেটমহলে। সেক্ষেত্রে সবসময় উঠে আসে রোহিত শর্মা, কায়রন পোলার্ড, ডেভিড ওয়ার্নার, আন্দ্রে রাসেলদের মতো তারকাদের নাম। তবে এরা কেউ সেই কৃতিত্ব অর্জন করতে পারেননি। বরং টি২০ ক্রিকেটে প্রথমবার ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন দিল্লির সুবোধ ভাটি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতরান গড়ার বিরল নজির গড়ে ফেললেন তিনি। সম্প্রতি ক্লাব ক্রিকেটে সিম্বা ক্লাবের বিপক্ষে দিল্লি একাদশের জার্সিতে ব্যাট হাতে মাঠে রীতিমতো তাণ্ডব চালালেন তিনি। মাত্র ৭৯ বলে ২০৫ করেন সুবোধ।
এই ইনিংসে সুবোধ ভাটি ১৭টি চারের পাশাপাশি ১৭টি ছয়ও মারেন। অর্থাৎ বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকে তুলে ফেলেন ১৭০ রান। যা তাঁর মোট রানসংখ্যার ৮২.৯২ শতাংশ। ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন সুবোধ। প্রথম ১৭ বলেই তুলে ফেলেন ১০২ রান। আসন্ন আইপিএলের দ্বিতীয় অংশ আমিরশাহীতে সমাপ্ত হওয়ার পরে আগামী মরশুমে ঢেলে সাজানো হবে টুর্নামেন্ট। মেগা অকশন তো বটেই, দল বাড়িয়ে টুর্নামেন্টের ফরম্যাটও বাড়িয়ে দেওয়া হবে। এরকম আগুনে ফর্মের আর কয়েকটা ইনিংস খেললেই সুবোধ ভাটিও নজরে চলে আসতে পারেন বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির। এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। আপাতত তাঁকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, ৩০ বছর বয়সি দিল্লির ব্যাটসম্যান রাজ্যের হয়ে আটটি প্রথম শ্রেণি, ২৪টি লিস্ট-এ এবং ৩৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তাঁর রানসংখ্যা ৩৯৯।
world record
T20 cricket first double century
Subodh bhati 205 (79) 17 SIX ,. 17 FOURFollow me
For IPL 2021 news and update
Follow— All Cricket Analysis (@ACAHindi)
Congratulate a non-Brahman Cricketer for smashing the fastest 175 score record of in T20 by his thunderous inning of 205 with first double century in .
— Ashok Bharti (@DalitOnLine)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.