পাক বিমান হানায় প্রয়াত আফগানিস্তানের তিন ক্রিকেটার হারুন, কবির ও সিবঘাতুল্লা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বিমান হানায় মৃত্যু ঘটেছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের। যার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। ক্ষুব্ধ রশিদ খানরা। এসিবি’র তরফ থেকে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লা ও হারুন। জানা যাচ্ছে, এঁদের মধ্যে কবির জাতীয় দলে আসার দৌড়ে ছিলেন। বাকিরাও আফগান ক্রিকেট মহলে যথেষ্ট পরিচিত নাম।
তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পাকতিকা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে ফুঁসে উঠলেন আফগান ক্রিকেটার রশিদ খান। রইল প্রয়াত তিন ক্রিকেটারের পরিচয়।
কবির আঘা: আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তরুণ আফগান জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন। ঘরোয়া পর্যায়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাদার্ন কমিটির বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে নিয়মিত খেলতেন। ধারাবাহিকভাবে পারফর্মও করেছেন। যে কারণে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের শিবিরের জন্য তাঁর নাম বাছাই করা হয়েছিল। অনেকেই মনে করতেন, আফগানিস্তানের জাতীয় দলে খেলার যোগ্যতা ছিল কবিরের।
সিবঘাতুল্লা: আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত স্থানীয় টুর্নামেন্টের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন সিবঘাতুল্লা। মূলত মিডিয়াম পেসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। গত বছর পাকতিকা প্রিমিয়ার লিগে নজর কাড়েন। লাইন-লেংথের জন্য তাঁকে ভবিষ্যতের তারকা বলেও ভাবা হচ্ছিল।
হারুন: প্রতিশ্রুতিমান এই অলরাউন্ডার আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করেছিলেন। পাশাপাশি স্থানীয় টি-২০ ও টেপ বল টুর্নামেন্টে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন হারুন। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এই ডান হাতি ব্যাটার ভালো স্পিন বলও করতেন। কলেজে পড়াশোনা করতে করতেই ক্রিকেটকে ভবিষ্যৎ হিসেবে দেখছিলেন হারুন। কিন্তু পাকিস্তানের বিমান হানায় তিনজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার অকালে ঝরে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.