Advertisement
Advertisement
Asia Cup

গতবারের চেয়ে দ্বিগুণ পুরস্কারমূল্য! কত টাকা পাবেন এশিয়া কাপের চ্যাম্পিয়নরা?

গতবারের চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপে নামবে বুধবার।

Details of Asia Cup prize money and live streaming

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 9, 2025 10:38 am
  • Updated:September 9, 2025 10:38 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপের লড়াই। প্রথম ম্যাচে নামছে আফগানিস্তান-হংকং। গতবারের চ্যাম্পিয়ন ভারত অভিযান শুরু করবে আগামিকাল। সূত্রের খবর, গতবারের তুলনায় এবার এশিয়া কাপের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ হতে চলেছে। তবে সরকারিভাবে এই নিয়ে কিছু ঘোষণা করেনি এসিসি।

Advertisement

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান। গ্রুপ বি’তে রাখা হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং। রাউন্ড রবিন ফরম্যাটে খেলার পর দু’টি গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সুপার ফোর পর্বে। সেখানেও রাউন্ড রবিন পর্বের শেষে দুই দল ফাইনালে চলে যাবে। এশিয়া কাপের খেতাবি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে সোনি টেন স্পোর্টসে। সোনি লিভ অ্যাপেও সরাসরি সম্প্রচার হবে।

গতবারের চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপে নামবে বুধবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এই ম্যাচের চারদিন পর বহুপ্রতিক্ষীত ভারত-পাক মহারণ। যাবতীয় বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও দুই দল মাঠে নামবে। এশিয়া কাপের ফরম্যাট এমনই রাখা হয়েছে, যার ফলে টুর্নামেন্টে সবমিলিয়ে তিনবার ভারত-পাক যুযুধান লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর, ওমানের বিরুদ্ধে।

সূত্রের খবর, গতবারের এশিয়া কাপের তুলনায় এবারের পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ করতে চলেছে এসিসি। এবারের চ্যাম্পিয়নরা পাবে ৩ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২.৬ কোটি টাকা। ২০২৩ সালের চ্যাম্পিয়ন ভারত পেয়েছিল ১.২৫ কোটি টাকা। এবারের রানার্সরা পাবে ১.৫ লক্ষ ডলার অর্থাৎ ১.৩ কোটি টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে ১২.৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে এখনও পুরস্কারমূল্য ইস্যুতে এসিসির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ