Advertisement
Advertisement
BCCI

রোহিতকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক হচ্ছেন শ্রেয়স! জল্পনার মধ্যেই মুখ খুলল বিসিসিআই

আসন্ন অস্ট্রেলিয়া সফরই কি শেষ অধিনায়ক রোহিতের সফর?

Devajit Saikia denied BCCI discussions on Shreyas Iyer as ODI captain replacement for Rohit Sharma
Published by: Subhajit Mandal
  • Posted:August 22, 2025 10:06 am
  • Updated:August 22, 2025 10:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের পরই রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ছেদ পড়তে চলেছে! তাঁকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হবে। দায়িত্ব দেওয়া হবে শ্রেয়স আইয়ারকে। গত দু’দিনে একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এবার সে নিয়ে মুখ খুলল বিসিসিয়আই। খোদ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানালেন, এই ধরনের কোনও আলোচনা এখনও বোর্ডের অন্দরে হয়নি।

Advertisement

এমনিতে দলের অধিনায়ক কে হবেন, সেটা ঠিক করার ভার থাকে নির্বাচকদের উপর। কোচ এবং সাপোর্ট স্টাফেরও তাতে ভূমিকা থাকে। তবে ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে বিষয়টা ব্যবসায়ীকও। তাই বোর্ড কর্তাদের ইচ্ছা ছাড়া অধিনায়ক বদল বা কাউকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়ার সাধ্য নির্বাচকদের নেই। তাই শ্রেয়সকে নিয়ে আলোচনা যতই হোক, বোর্ড কর্তাদের সবুজ সংকেত না পেলে তিনি অধিনায়ক হতে পারবেন না। শ্রেয়সকে কি অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে? এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে বোর্ড সচিব বলছেন, “এই খবরটা তো আমিও আপনাদের কাছ থেকেই শুনলাম। এখনও এ নিয়ে কোনও আলোচনা হয়নি।”

এটা ঘটনা যে, ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বর্তমানে খাটাখাটনি করছেন রোহিত। কিন্তু তাঁর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। আগামী অক্টোবরে তিন মাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাবে ভারত। সেই সিরিজে নাকি রোহিতের সামনে সম্মানজনক অবসরের একটা পথ খুলে দেওয়া হবে। যদি তিনি নিজেই ছেড়ে দেন, ঠিক আছে। না হলে পরবর্তী ওয়ানডে সিরিজ থেকে নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে।

চমকপ্রদ বিষয় হল পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে গম্ভীরের পছন্দের শুভমান গিল যেমন রয়েছেন, তেমনই রয়েছেন গম্ভীরের ‘অপছন্দে’র তারকা শ্রেয়স আইয়ারও। যদিও বোর্ড কর্তা বলছেন, এ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি বোর্ডের অন্দরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ