সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদের পর ৬ মাস অতিক্রান্ত। কিন্তু বিতর্ক আর থামছে কোথায়? এবার নেটদুনিয়ার চর্চায় ধনশ্রীর ফের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা। এমনিতে চাহাল-মাহভাশের মুচমুচে প্রেমকাহিনি নিয়ে শোরগোল লেগেই আছে। এবার ‘নিজের বিয়ে’ নিয়ে মুখ খুললেন ধনশ্রী। সেই সঙ্গে চাহালের ‘সুগার ড্যাডি’ টি-শার্ট দেখে কী অনুভূতি হয়েছিল, সেই বিষয়েও কথা বললেন তিনি।
২০ মার্চ উভয়পক্ষের সম্মতিতে ডিভোর্স হয় চাহাল ও ধনশ্রীর। কে দায়ী, কে ঠিক, কে ভুল, এই সব নিয়ে দুপক্ষই ঠারেঠোরে মন্তব্য করেছেন। চাহাল যেমন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহভাশের সঙ্গে একটু বেশিই ‘ঘনিষ্ঠ’। এর মধ্যে রটে গিয়েছে, ফের বিয়ে করতে চলেছেন ধনশ্রী।
সেই সব রটনাকে ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে তাঁর বক্তব্য, “ব্যক্তিগত জীবন বলে একটা কথা আছে। সেটাকে ব্যক্তিগত রাখাই ভালো। কয়েনের দুটো দিক হয়। এক হাতে তো তালি বাজে না। আমি কিছু বলছি না মানে এই নয়, আমাকে নিয়ে সবাই কথা বলতে পারবে। এটা ঠিক নয়। কাউকে নিয়েই এটা করা ঠিক নয়। আমারও কিছু বলার আছে। আমার নিজের দিকের একটা গল্প আছে। সেগুলো আমি এখনই বলতে চাই না। হয়তো ভবিষ্যতে সব বলব।” সেটা কবে, তা জানাননি ধনশ্রী। তবে একটা জিনিস স্পষ্ট, চাহাল-ধনশ্রী ‘ঝামেলা’ এখনই থামছে না।
বিবাহবিচ্ছেদের দিন আদালত চত্বরে চাহাল যে কালো টি-শার্টটা পরে আসেন, তাতে লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। সম্ভবত ধনশ্রীর ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশকে ব্যঙ্গ করেছিলেন তিনি। যা নিয়ে ধনশ্রী বলছেন, “ডিভোর্সটা কি সেলিব্রেশন নাকি? বিষয়টা দুঃখজনক। অনেক আবেগ জড়িয়ে থাকে। শুধু দুটো মানুষ নয়, তাঁদের পরিবারও এর সঙ্গে জড়িয়ে থাকে। বিয়ের শুরুটা ভালোবাসা দিয়ে হয়, কিন্তু শেষটা হয় অন্যের বিশ্বাসঘাতকতায়। ওই দিনটা আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেঙে পড়েছিলাম। আমি দেখিনি ও কী পরে এসেছিল। পরে জানতে পেরে আমার খুব খারাপ লেগেছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.