সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়ানের সঙ্গে গত ৩১ জুলাই থেকে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত কয়েকদিন ভালভাবে কাটলেও বারামুলা সেক্টরে যেতেই একেবারে অন্যরকম অভিজ্ঞতার সামনে পড়তে হল প্রাক্তন ভারত অধিনায়ককে। সেনার পোশাকে ধোনিকে দেখেই চটে যান কাশ্মীরের কিছু মানুষ। এমনকী তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানও তোলা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখান থেকেই সামনে এসেছে ঘটনাটি। ধোনিকে পেয়ে বিন্দুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করেননি বারামুলার একাংশ। উলটে তাঁকে তীব্র ধিক্কার দেন। ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানে ভরে ওঠে এলাকা। ঘটনার আকস্মিকতায় খানিকটা অপ্রস্তুতই হয়ে পড়েন ধোনি। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। বিশ্বজয়ী নেতার প্রতি কাশ্মীরি জমগণের একাংশের এমন আচরণ অনেকেই মেনে নিতে পারছেন না। যদিও ভিডিওটি পুরনো বলেও দাবি করেছেন অনেকে। ২০১৭ সালে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে গিয়েছিলেন তিনি। এটি সেই সময়ের ভিডিও বলেই মনে করা হচ্ছে।
Crowd started chanting Boom Boom Afridi when Dhoni reached Kashmir.. What a sight 🇵🇰
— Mohammed Faizan Najeeb (@danawalafaizan)
প্রায় সাত দশকের বন্দিদশা ঘুচিয়ে মুক্তির স্বাদ পেয়েছে লাদাখ। জম্মু ও কাশ্মীরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে লাদাখ। আসন্ন স্বাধীনতা দিবসে একটু অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকবে সেই লাদাখ। কারণ এবার সেখানে তেরঙ্গা উত্তোলন করবেন খোদ ধোনি।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পুলওয়ামার খ্রুতে আপাতত পোস্টিংয়ে ধোনি। আগামিকাল অর্থাৎ শনিবার লেহ যাবেন তিনি। ১৫ তারিখ দেশের ৭২ তম স্বাধীনতা দিবসে লেহতে জাতীয় পতাকা উত্তোলন করবেন সাম্মানিক লেফটেন্যান্ট কর্ণেল ধোনি। সেনার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ভারতীয় সেনার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর ধোনি। নিজের ইউনিটের সেনা জওয়ানদের মোটিভেট করতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়া তাঁদের সঙ্গে কখনও ফুটবল তো কখনও ভলিবল খেলছেন। এছাড়াও সেনার বেশে কঠোর প্রশিক্ষণ চলছে তাঁর। উপত্যকায় টহলও দিচ্ছেন। ১৫ আগস্ট পর্যন্ত ভূস্বর্গেই থাকবেন তিনি।” তবে লেহর ঠিক কোন এলাকায় পতাকা তুলবেন তিনি, তা স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.