Advertisement
Advertisement
Dhruv Jurel

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি, ভারতীয় সেনাকে উৎসর্গ ধ্রুব জুরেলের

অনবদ্য খেললেন ভারতীয় দলের উইকেটরক্ষক।

Dhruv Jurel scores his first century in international cricket
Published by: Prasenjit Dutta
  • Posted:October 3, 2025 4:02 pm
  • Updated:October 3, 2025 7:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ধ্রুব জুরেলের। ১৯০ বলে শতরান পূরণ করলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটারদের ছুঁলেন ভারতীয় উইকেটরক্ষক। আর এরপর উচ্ছ্বাসের মাধ্যমে বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাকে উৎসর্গ করেছেন শতরান।

Advertisement

ইংল্যান্ডে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। সেই কারণে ধ্রুব জুরেল কেমন খেলেন, সেই দিকে নজর ছিল অনেকের। সেই পরীক্ষায় তিনি লেটার মার্কস নিয়ে পাশ। প্রথমে দস্তানা হাতে সাবলীল দেখিয়েছিল তাঁকে। এবার ব্যাট হাতেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিলেন তিনি। 

সেঞ্চুরি করে নজিরও গড়লেন জুরেল। তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন তিনি। এর ফলে এমএস ধোনি এবং ফারুখ ইঞ্জিনিয়ারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় যোগ দিয়েছেন। প্রাক্তন অধিনায়ক ধোনি ২০১১ সালে ইডেন গার্ডেন্সে ১৪৪ রান করেছিলেন। ১৯৬৭ সালে ফারুখ ইঞ্জিনিয়ার চেন্নাই টেস্টে উইন্ডিজের বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন। শুক্রবার ধ্রুব জুরেল আহমেদাবাদে সেঞ্চুরি করলেন।

১২তম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করেছেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। তাছাড়াও উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটার হিসাবেও কৃতিত্ব অর্জন করেছেন। দ্বিতীয় দিনের শেষে জুরেল বলেন, “হাফসেঞ্চুরি করার পর বাবাকে উৎসর্গ করেছিলাম। সেঞ্চুরি উৎসর্গ করছি ভারতীয় সেনাকে।” উল্লেখ্য, সেঞ্চুরির পর ব্যাটকে বন্দুকের মতো করে ধরে ‘গান স্যালুট’ দিয়ে তা উৎসর্গ করেন ভারতীয় সেনাকে।

কিন্তু হঠাৎ এই সেলিব্রেশন কেন জুরেলের? ধ্রুবের বাবা সেনাবাহিনীতে হাবিলদার ছিলেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে লড়াই করেছেন। ২০০৮ সালে ভলান্টারি রিটায়ারমেন্ট নেন। সীমান্তে যুদ্ধই শুধু নয়, ধ্রুবকে ক্রিকেটার গড়ে তুলতেও কম যুদ্ধ করতে হয়নি। ধ্রুবের জীবনে উত্থান-পতনও কম নেই। শৈশবে এক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ক্রিকেটার হওয়াই হয়তো হত না ধ্রুব জুরেলের। মাত্র ৫ বছর বয়সে আগ্রায় বাসের চাকা চলে গিয়েছিল তাঁর বাঁ-পায়ের উপর দিয়ে। প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল ধ্রুব জুরেলকে। সেখান থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া। ঋষভ পন্থের জন্য যদিও প্রথম দলে নিয়মিত নন। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটাররা:

১) বিজয় মঞ্জরেকর
২) ফারুক ইঞ্জিনিয়ার
৩) অজয় ​​রাত্রা
৪) ঋদ্ধিমান সাহা
৫) ধ্রুব জুরেল

উল্লেখ্য, হাফসেঞ্চুরির পর স্যালুট করে সেলিব্রেশন করেন জুরেল। আসলে তাঁর বাবা সেনাবাহিনীতে ছিলেন। কার্গিল যুদ্ধে লড়েছেন। তাই বাবাকে সম্মান জানাতেই এই সেলিব্রেশন করেন ভারতীয় উইকেটকিপার। অবশেষে ২১০ বলে ১২৫ রানে আউট হন তিনি। ততক্ষণে ৪০০ পার হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুরেলের জুটিতে ওঠে ২০৬ রান। আরও বড় রানের পথে ভারত।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ