সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে মাত্র আড়াই দিনেই টেস্ট জিতে নিয়েছে ভারত। প্রশ্ন হল, বিশাল ব্যবধানে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে কি উত্থান হল টিম ইন্ডিয়ার? আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত যে জিতবে, তা দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এত বড় ব্যবধানে জয় পেলেও পয়েন্ট তালিকায় এগোলেন না শুভমান গিলরা।
আহমেদাবাদে আধিপত্য নিয়ে খেলে এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টিম ইন্ডিয়া পেয়েছে ১২ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে তিনটি জয়, দু’টি হার এবং একটি ড্র করে গিলদের ঝুলিতে সব মিলিয়ে মোট ৪০ পয়েন্ট।
ভারতের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট এবং কত পয়েন্ট পেয়েছে কোনও দল, সেই বিচারে শতাংশের হিসাব করা হয়। ছ’টি টেস্টে ভারতের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৭২। সেখানে ভারত পেয়েছে ৪০ পয়েন্ট। এর শতাংশ হার ৫৫.৫৬। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতলে দেওয়া হয় ১২ পয়েন্ট। ড্র করলে পাওয়া যায় ৪ পয়েন্ট।
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিন টেস্টে তিনটিতেই জিতেছে তারা। অজি দলের শতাংশের হার ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্টে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ ৬৬.৫৭। ভারতের পরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বাংলাদেশ। চার টেস্টের সবক’টা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.