ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে ‘ওয়ার্কলোড’-এর জন্য প্রথম একাদশে জশপ্রীত বুমরাহ নেই। কুছ পরোয়া নেই, মহম্মদ সিরাজ আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে সেই ঠিক সেই কাজটাই করলেন, যা এতদিন ধরে করে এসেছেন। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন সিরাজ। তাহলে কি বুমরাহ না থাকলেই ভালো খেলেন সিরাজ? দীনেশ কার্তিকের প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গে মুখ খুললেন নিজেই।
ওভাল টেস্টের প্রথম ইনিংসে সিরাজ পান ৮৬ রানে ৪ উইকেট। তৃতীয় দিনের শেষে জ্যাক ক্রলিকে ‘বোকা’ বানিয়ে আউট করেন। তাতে কৃতিত্ব রয়েছে অধিনায়ক শুভমান গিলেরও। তৃতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালকে স্কোয়ার লেগে পাঠান গিল। স্বাভাবিকভাবেই ক্রলি আশা করছিলেন, শর্ট বল আসবে। কিন্তু তাঁকে হতভম্ব করে ইয়র্কার দিয়ে উইকেট ছিটকে দেন সিরাজ।
তৃতীয় দিনের ম্যাচ শুরুর আগেই প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক সিরাজকে প্রশ্ন করেন, “যখন বুমরাহ থাকে না, তখন তুমি দায়িত্ব নাও। অনেক ভালো খেলো। সেক্ষেত্রে কী বদল আসে? বেশি বল করার সুযোগ পাও বা টেলএন্ডারদের বেশি বল করার সুযোগ পাও? তখন তোমার পরিসংখ্যানও ভালো। বুমরাহ না থাকলে নিজের সম্পর্কে কী মনে হয়?”
জবাবে সিরাজ বলেন, “আমি দায়িত্ব নিতে ভালোবাসি। তবে সিনিয়র বোলার হিসেবে জসসি ভাইকে মিস করি। যখন বাড়তি দায়িত্ব আসে, তখন তো ভালোই লাগে। আমি সেটা খুব উপভোগ করি। তবে আমি চাপ নিতে রাজি নই। আমি শুধু নিজের পরিকল্পনামাফিক বল করি।” তবে এটাও ঠিক যে, বুমরাহর অনুপস্থিতিতে আরও আগুনে মেজাজে থাকেন সিরাজ। এমনকী ‘ওয়ার্কলোড’ নিয়ে মাথা ঘামান না তিনি।
“I love to play for the country” 🇮🇳💙
Mohammed Siraj speaks about DK what it takes for a fast bowler to last five Test matches 💪
— Sky Sports Cricket (@SkyCricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.