Advertisement
Advertisement
Dinesh Karthik

আরসিবি’র মেন্টর থেকে বাইশ গজে কামব্যাক, ‘ভারতীয় দলের’ অধিনায়ক হচ্ছেন কার্তিক

২০২৪-এ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক।

Dinesh Karthik named India captain for Hong Kong sixes
Published by: Arpan Das
  • Posted:September 23, 2025 6:37 pm
  • Updated:September 23, 2025 6:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। গত মরশুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর ছিলেন। আরসিবি চ্যাম্পিয়নও হয়। এবার তাঁকে ফের ব্যাট হাতে দেখা যাবে। শুধু ব্যাটিং নয়, ভারতীয় দলকে নেতৃত্বও দেবেন কার্তিক।

Advertisement

৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে হংকং সিক্সেস। যেখানে রবিচন্দ্রন অশ্বিনও খেলতে পারেন। সেখানে ভারতীয় দলের অধিনায়ক হবেন কার্তিক। টুর্নামেন্টের তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বিস্ফোরক ব্যাটিং, দীনেশ টুর্নামেন্টের উন্মাদনা বাড়িয়ে দিতে পারে। তাঁর নেতৃত্ব আসলে হংকং সিক্সেসের মতোই- সাহসী, খাঁটি বিনোদন ও বিশ্বমানের।’

এই টুর্নামেন্টে খেলবেন রবিচন্দ্রন অশ্বিনও। আইপিএল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন অশ্বিন। সেখানে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ ও বিগ ব্যাশ লিগও আছে। তবে তার আগে হংকং সিক্সেসে খেলবেন প্রাক্তন ভারতীয় পেসার। এই টুর্নামেন্ট নিয়ে তিনি বলেছেন, “এই ফরম্যাটে খেলতে হলে অন্যরকম পরিকল্পনা দরকার। আমি পুরনো সতীর্থদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। তার সঙ্গে কঠিন প্রতিপক্ষ ও প্লেয়ারদের মোকাবিলা করতে হবে। সেটা আমাদের কাছে ভালো চ্যালেঞ্জ হবে।”

২০২৪-এর আইপিএল-এর পরেই সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কার্তিক। পরে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা যায় তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ