ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক পরে এশিয়া কাপ খেলতে নামবে ভারত। কিন্তু সূর্যকুমার যাদবদের জার্সিতে হয়তো থাকবে না কোনও স্পনসরের নাম। কারণ ভারতীয় ক্রিকেট দলের স্পনসর পদ থেকে সরে যাচ্ছে ড্রিম ১১। সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’। ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে এই বিলে। সেকারণেই এবার ভারতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ড্রিম ১১, এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে দু’পক্ষে। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতেও থাকে ড্রিম ১১-এর লোগো। অন্যদিকে মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারাবে।
ড্রিম ১১ ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বলেই সূত্রের খবর। ফলে আসন্ন এশিয়া কাপের জার্সি ড্রিম ১১-এর নাম-সহ ছাপা হয়ে গেলেও সেটা পরে ফটোশুট করবেন না শুভমান গিলরা। এশিয়া কাপেও ওই জার্সি ব্যবহার করা হবে না। যদি ৯ সেপ্টেম্বরের আগে বিসিসিআই নতুন স্পনসর পেয়ে যায় তাহলে সেই সংস্থার নাম ছাপা হবে মেন ইন ব্লুর জার্সিতে। তা না হলে প্রধান স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামবে ভারত।
প্রসঙ্গত, বিসিসিআইয়ের তরফে সচিব দেবজিৎ সাইকিয়া আগেই জানিয়েছিলেন, গোটা দেশে যে আইন রয়েছে সেটা বোর্ডও মেনে চলবে। কেন্দ্র সরকার যে নীতি নির্ধারণ করে, সেটাই মেনে চলবে বোর্ড। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন স্পনসর পাওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে বিসিসিআই। তবে ৯ সেপ্টেম্বরের আগে স্পনসর না পেলে গোটা এশিয়া কাপেই স্পনসরের লোগো ছাড়া খেলবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.