Advertisement
Advertisement
Pakistan Super League

DRS ছাড়াই চলছে পাকিস্তান সুপার লিগ, কারণ ভারতের অপারেশন সিঁদুর!

ডিআরএস ছাড়াই এখনও পর্যন্ত ৫টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে পিএসএলে।

DRS stopped in Pakistan Super League due to staff shortage
Published by: Prasenjit Dutta
  • Posted:May 23, 2025 1:07 pm
  • Updated:May 23, 2025 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড পাকিস্তানে। DRS ছাড়াই চলছে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)। সেই কারণেই পিএসএলের বাকি ম্যাচগুলোয় আর রিভিউ নিতে পারবেন না কোনও ক্রিকেটার। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মীদের না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সেই কারণেই আপাতত বন্ধ থাকবে ডিআরএসের ব্যবহার। অনেকেই বলছেন, এর নেপথ্যে অপারেশন সিঁদুর।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে বেশ কিছুদিন বন্ধ ছিল পিএসএল। যদিও সংঘর্ষবিরতির পর ১৭ মে থেকে ফের শুরু হয়েছে এই টি-টোয়েন্টি লিগ। কিন্তু দ্বিতীয় পর্বে শুরু হওয়া পিএসএলে ব্যবহার করা হচ্ছে না ডিআরএস। জানা গিয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করার জন্য যে কর্মীরা ছিলেন তাঁরা আর পাকিস্তানে আসতে চাইছেন না। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, বেশিরভাগ টেকনিশিয়ানই ভারতের। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর তাঁদের পাকিস্তান ফেরার কোনও সম্ভাবনা নেই।

এদিকে ডিআরএস ছাড়াই এখনও পর্যন্ত ৫টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে পিএসএলে। আম্পায়ারের সিদ্ধান্তের উপর সন্দেহ হলেও সেক্ষেত্রে কিছু করার থাকবে না ক্রিকেটারদের। তাই আম্পায়ারের সিদ্ধান্তের উপরেই ভরসা রাখা ছাড়া অন্য কোনও পথ নেই। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও বিতর্কিত ঘটনা ঘটেনি।

পিএসএল শুরু হওয়ার দ্বিতীয় পর্বে পিসিবি’কে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। একটি ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্র মতে, “পিএসএলের শেষ কয়েকটি ম্যাচ এখন ডিআরএস ছাড়াই হবে। এটা পাকিস্তান বোর্ড এবং দলগুলির কাছেও বড় ধাক্কা।” ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যেই বিদেশি সমস্যায় পড়েছে। তার উপর দোসর ডিআরএস সমস্যা। আসলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর অপারেশন সিঁদুর চালায় ভারত। এরপর রাজনৈতিক ক্ষেত্রে তো বটেই, ক্রীড়াক্ষেত্রেও বিপর্যস্ত পাকিস্তান। তার প্রমাণও মিলছে হাতেনাতে। পিএসএলে ডিআরএস ব্যবহার বন্ধ হয়ে যাওয়াও তার জলজ্যান্ত প্রমাণ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement