সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠ কত অবিশ্বাস্য গল্পের জন্ম দেয়। শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি বা মহম্মদ সিরাজ- হাতের কাছে কত উদাহরণ। বাবার মৃত্যুর যন্ত্রণা সঙ্গে নিয়েই নিজেদের গল্প লিখেছেন তাঁরা। এবারের এশিয়া কাপে যে দলই চ্যাম্পিয়ন হোক না, শ্রীলঙ্কার দুনিথ ওয়েলালাগের কাহিনি নিশ্চয়ই মনে রাখবেন ক্রিকেটভক্তরা। আফগানিস্তানের বিরুদ্ধে জেতার পর জানতে পারেন তাঁর বাবা প্রয়াত। দেশে গিয়ে আবার ফিরেও এলেন ওয়েলালাগে।
আফগানিস্তানের বিরুদ্ধে শেষ হওয়ার পরেই দুঃসংবাদ পান ওয়েলালাগে। ম্যাচের শেষে দুনিথ মাঠ থেকে বেরনোর পর তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় লঙ্কান কোচ সনৎ জয়সূর্য এবং টিম ম্যানেজারকে। তখনই দুনিথ জানতে পারেন, খেলা চলাকালীনই হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর বাবার। তাই ম্যাচ জিতেও কোনও উৎসব করেনি শ্রীলঙ্কা টিম। ড্রেসিংরুমের পরিবেশও থমথমে ছিল। বৃহস্পতিবার রাতেই বাবার শেষকৃত্যে যোগ দিতে শ্রীলঙ্কায় ফিরে যান দুনিথ।
শুক্রবার শ্রীলঙ্কার দলের তরফ থেকে জানানো হয়, “ওয়েলালাগেকে শনিবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া যাবে।” এর মধ্যে ভাইরাল হয়েছে দুনিথের একটি ভিডিও। যেখানে দেখা যায়, ভোরবেলা সাদা পোশাকে বাড়ি ছাড়ছেন ২২ বছর বয়সি স্পিনার। আশপাশে তাঁর আত্মীয়স্বজনরা রয়েছেন। অনেকেরই চোখে জল। সবাই ওয়েলালাগেকে ভালোবাসা ও শুভেচ্ছা-সহ বিদায় জানাচ্ছেন। ওয়েলালাগেও গুরুজনদের প্রমাণ করেন। চরম শোকের আবহ থেকে এক ‘যোদ্ধা’ চলেছেন দেশের জন্য লড়াই করতে। ওয়েলালাগের সাহস ও দায়বদ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
উল্লেখ্য, শ্রীলঙ্কার স্পিনারের বাবা সুরাঙ্গা ওয়েলালাগে নিজেও ক্রিকেট খেলতেন। কলেজ দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে জাতীয় দলে সুযোগ পাননি।
Dunith Wellalage is on a mission.
While his father’s body is still at home, He leaves for UAE to rejoin his team which is all set to play in the super 4’s in Asia cup 2025. What a sacrifice this is.. BTW his father’s funeral is to take place tomorrow (21) at Colombo.…
— Nibraz Ramzan (@nibraz88cricket)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.