Advertisement
Advertisement
Eden Gardens

নাইটদের ম্যাচ চলাকালীন ইডেনে বোমা মারার হুমকি! বাড়ানো হল নিরাপত্তা

অপারেশন সিঁদুরের খবর প্রকাশ্যে আসার পরই ইমেল পাঠিয়ে বোমা মারার হুমকি দেওয়া হয়।

E Mail claims bomb threat in Eden Gardens during KKR vs CSK Matcha
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2025 9:30 pm
  • Updated:May 7, 2025 9:30 pm  

আলাপন সাহা: ইডেনে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে বড়সড় হুমকি। ম্যাচ চলাকালীনই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে গোটা স্টেডিয়াম। সিএবির অফিসিয়াল ইমেল আইডিতে মেইল পাঠিয়ে হুমকি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বঙ্গ ক্রিকেট সংস্থার অফিসিয়াল ইমেল আইডিতে একটি অজ্ঞাতপরিচয় ইমেল আসে। তাতে দাবি করা হয়, আজ নাইটদের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বোমা হামলা হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ নিয়ে কোনও উদাসীনতা দেখাতে চায়নি সিএবি।দ্রুত পুলিশ আধিকারিকদের সেই ইমেলের খবর জানান সিএবি কর্তারা। যদিও তাতে অযথা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেয়নি সিএবি বা কলকাতা পুলিশ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।’

ওই ইমেলের জন্য ম্যাচের নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় স্টেডিয়ামের বাইরে। এমনকী স্টেডিয়ামের কার পার্কিংয়ে গিয়ে প্রতিটি গাড়ির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। তবে সন্দেহজনক কিছু পুলিশের নজরে পড়েনি।

এদিকে অপারেশন সিঁদুরের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইপিএল নিয়ে বাড়তি সতর্ক বোর্ড। ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত এবং পরবর্তী পরিস্থিতির কথা ভেবে সম্ভবত আইপিএলের একটি ম্যাচ স্থগিত বা বাতিল করে দেওয়া হতে পারে। আরও একটি ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে বলে খবর। বৃহস্পতিবার আইপিএলে ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। আবার আগামী ১১ মে ধরমশালাতেই পাঞ্জাব খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সূত্রের দাবি, ধরমশালার বৃহস্পতিবারের ম্যাচটি আপাতত স্থগিত করা হতে পারে বা বাতিল করে দেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি ঘোষণা এখনও করেনি বোর্ড। এদিন সন্ধেয় বোর্ড কর্তারা একটি জরুরি বৈঠকে বসলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement