Advertisement
Advertisement
ED summons Yuvraj Singh

বেটিং অ্যাপের প্রচারে এবার ইডির তলব যুবরাজকে, হাজিরার নির্দেশ উথাপ্পাকেও

সুরেশ রায়না, শিখর ধাওয়ানকেও তলব করেছিল ইডি।

ED summons Yuvraj Singh for betting app case, along with Robin Uthappa
Published by: Anwesha Adhikary
  • Posted:September 16, 2025 12:41 pm
  • Updated:September 16, 2025 4:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরেশ রায়না, শিখর ধাওয়ানের পর ইডির নজরে যুবরাজ সিং। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে বেটিং অ্যাপে যুক্ত থাকার অভিযোগে তাঁকে তলব করেছে ইডি। অন্যদিকে আর্থিক তছরুপের মামলায় ডেকে পাঠানো হয়েছে টি-২০ বিশ্বকাপজয়ী তারকা রবিন উথাপ্পাকে। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে হবে দুই প্রাক্তন ক্রিকেটারকে।

Advertisement

অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। 1xBet নামের ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত নয়া আইনে ওই বেটিং অ্যাপ নিষিদ্ধ হয়েছে। এর আগে সুরেশ রায়নাকেও এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তলব করেছিল ইডি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

এবার ইডির স্ক্যানারে ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। সূত্রের খবর, বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার কারণেই তলব করা হয়েছে যুবিকে। আগামী ২৩ সেপ্টেম্বর তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। উল্লেখ্য, উর্বশী রাউতেলা, সোনু সুদের মতো বলিউড তারকাকেও বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তলব করা হয়েছে। ইতিমধ্যে বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে ইডির কাছে হাজিরা দিয়েছেন টলি তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ডে আর্থিক তছরুপের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল উথাপ্পার বিরুদ্ধে। স্ট্রবেরি লেন্সারিয়া প্রাইভেট লিমিটেড নামক বেঙ্গালুরুর একটি কোম্পানির ডিরেক্টর উথাপ্পা। অভিযোগ সেই কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা বকেয়া অর্থ জমা করেনি। কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি। যদিও এই কেলেঙ্কারিতে তাঁর কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছিলেন উথাপ্পা। তবে এবার ওই মামলায় কেকেআরের প্রাক্তনীকে তলব করল ইডি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ