ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে গত মাসেই বাগদান পর্ব সম্পন্ন হয়েছে রিঙ্কু সিংয়ের। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি শুরু করেছেন নাইট তারকা। কিন্তু আচমকাই তাঁর নাম বাতিল করা হল বিশেষ তালিকা থেকে। বিশদে বললে, ভোটার সচেতনতা প্রচার থেকে রিঙ্কুকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, সমস্ত কর্মকর্তাকে রিঙ্কু সিংয়ের ফটো সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রচারের পোস্টার, ভিডিও, ওয়েবসাইট সমস্ত জায়গা থেকে রিঙ্কু সিংয়ের ছবি সরিয়ে দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।
রিঙ্কুকে প্রথমে ভোটার সচেতনতা প্রচারের উদ্দেশ্যে যুব আইকন হিসেবে যুক্ত করা হয়েছিল। কিন্তু গত মাসে তাঁর সঙ্গে বাগদান হয়েছে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। সেই কারণে রিঙ্কুর সঙ্গে রাজনৈতিক সংস্পর্শও তৈরি হতে পারে। আর সেই কারণে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের নীতি হল, কেউ যদি কোনও রাজনৈতিক দলে যুক্ত হয়, তাহলে তাঁকে ভোটার সচেতনতা থেকে বাদ দিতে হবে। নিরপেক্ষতা বজায় রাখতেই এই নীতি অনুসরণ করে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়ে দিয়েছে, রাজনৈতিকভাবে দলের সঙ্গে যুক্ত কেউ এহেন প্রচার কর্মসূচির অংশ হতে পারবেন না। সেই কারণেই রিঙ্কুকে রাজ্য স্তরের বিশেষ এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যাতে নিরাপত্তা সর্বাত্মকভাবে বজায় থাকে, সেই কারণে সমস্ত কর্মকর্তাদের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। উল্লেখ্য, রিঙ্কু-প্রিয়ার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন। হাজির ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ আরও গণ্যমান্য অতিথি। জানা যাচ্ছিল, বিয়ের অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন। প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.