Advertisement
Advertisement
Rishabh Pant

হার না মানা যোদ্ধার নাম ঋষভ পন্থ! ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে হাজির, প্রয়োজনে করবেন ব্যাটও

পন্থের দায়বদ্ধতার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটদুনিয়া।

ENG vs IND: Rishabh Pant arrives on crutches in Manchester, likely to bat if needed
Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 8:57 pm
  • Updated:July 28, 2025 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হার না মানা যোদ্ধার নাম ঋষভ পন্থ (Rishabh Pant)। পায়ের হাড় ভেঙেছে তো কী হয়েছে, দল সবার আগে! ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করার জন্য লড়ে যাচ্ছেন জাদেজা-সুন্দররা। আর সেই লড়াইয়ে সামিল পন্থও। ক্রাচ ভর দিয়েও ম্যাঞ্চেস্টারের স্টেডিয়ামে হাজির ভারতের সহ-অধিনায়ক।

Advertisement

চতুর্থ দিনে যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল, সেই অসাধ্যসাধন অনেকটাই করে এনেছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। শুরুতে অবশ্য যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনের উইকেট হারিয়ে চাপে পড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু গোটা সিরিজ জুড়ে যে দুজনের ব্যাট চলেছে, সেই শুভমান গিল ও কেএল রাহুল, এবার লড়ে গেলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল রাহুলের। অন্যদিকে সেঞ্চুরি করে আউট হয়ে গেলেন গিল।

তারপর ব্যাটনটা তুলে নেন জাদেজা-সুন্দর। ৪ উইকেট হারিয়ে ইনিংস হারও বাঁচিয়ে ফেলেছে ভারত। ড্রয়ের দিকে এগোচ্ছেন দুই ব্যাটার। কিন্তু তাতেও যদি শেষরক্ষা না হয়? যদি ব্যাট করতে হয়? তাই ক্রাচে ভর দিয়ে স্টেডিয়ামে পৌঁছলেন পন্থ। যদিও চোখেমুখে যন্ত্রণার চিহ্ন। ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে ব্যাট করতে নামবেন তিনি। তার প্রয়োজন হবে কি না, সেটা তো পরের কথা। কিন্তু পন্থ যে দায়বদ্ধতা দেখালেন, তার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। ক্রাচ নিয়ে তাঁর স্টেডিয়ামে ঢোকার সেই ছবি পোস্ট করেছে লখনউ সুপার জায়ান্টস। সঙ্গে ক্যাপশন, ‘সে উপস্থিত’। ভুলে গেলে চলবে না, ভাঙা পা নিয়েই প্রথম ইনিংসে ৫৪ রান করেছিলেন পন্থ।

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে চেষ্টা করা হচ্ছে, যতটা পরে তাঁকে ব্যাট করানো যায়। আর জাদেজারা ড্র করে দিলে তো আরও ভালো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement