Advertisement
Advertisement
Telengana

ক্রিকেট খেলতে খেলতেই মুখ থুবড়ে পড়ে মৃত্যু বি.টেক পড়ুয়ার! ভিডিও দেখলে শিউরে উঠবেন

হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Engineering student dies of suspected cardiac arrest during college cricket match in Telengana

প্রতীকী ছবি

Published by: Arpan Das
  • Posted:April 5, 2025 3:45 pm
  • Updated:April 5, 2025 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিএমআর কলেজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে। হঠাৎই মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান ওই বি.টেক পড়ুয়া। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। পুরো ঘটনার সিসিটিভি ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে শুক্রবার। তেলেঙ্গানার খম্মম জেলার সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন বছর একুশের বিনয় কুমার। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, ফিল্ডিং করছিলেন ওই বি.টেক পড়ুয়া। হঠাৎই বুকে হাত দেন তিনি। সতীর্থদের খেলা থামাতেও বলেন। তারপর মুখ থুবড়ে মাটিতে পড়ে যান। কলেজের কর্মী ও সহপাঠীরা দ্রুত তাঁকে কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ডাক্তাররা বিনয় বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ওই যুবকের। স্থানীয় পুলিশ ঘটনার নিয়মমাফিক তদন্ত শুরু করলেও বিনয়ের পরিবার থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। কিন্তু ভাইরাল ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠছেন নেটজেনরা। অনেকে বলছেন, ‘মৃত্যু কত আকস্মিক!’

উল্লেখ্য, গত মাসে আকস্মিকভাবে মাঠের মধ্যে মৃত্যু ঘটেছিল পাক বংশোদ্ভূত ক্রিকেটারের। সেটা অবশ্য ঘটেছিল অস্ট্রেলিয়ায়। অ্যাডিলেডে ম্যাচ চলাকালীন তীব্র তাপপ্রবাহের ফলে জুনেইদ জাফর খানের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছিল। যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement