Advertisement
Advertisement
England vs India

হেডিংলি টেস্টের দু’দিন আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, গিলদের বিরুদ্ধে কারা খেলবেন?

ব্যাটিং বিভাগ শক্তিশালী, তুলনায় বোলিং অনেকটাই দুর্বল ইংল্যান্ডের।

England Announce Playing XI For 1st Test vs India
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2025 9:07 pm
  • Updated:June 18, 2025 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট। রোহিত-কোহলিহীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফেভারিট হয়েই নামবে ইংল্যান্ড। তাই কোনও রাখঢাক না করে প্রথম টেস্টের দুদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংরেজ ব্রিগেড। ইংল্যান্ডের ঘোষণা করা প্রথম একাদশের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। তবে সে তুলনায় বোলিং খানিকটা হলে দুর্বল।

ইংল্যান্ড দলে প্রথম একাদশে প্রত্যাশিতভাবেই রয়েছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দুই ওপেনারই দুর্দান্ত ফর্মে। তিন নম্বরে ব্যাট করবেন ওলি পোপ। ভালো ফর্মে থাকা জ্যাকব বেথেল দলে সুযোগ পেলেন না। ইংল্যান্ডের মিডল অর্ডার দুর্দান্ত। চার নম্বরে ব্যাট করতে আসবেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার জো রুট। পাঁচে প্রতিভাবান তরুণ ব্যাটার হ্যারি ব্রুকস এবং ছ’নম্বরে অধিনায়ক বেন স্টোকস। উইকেটরক্ষক জ্যামি স্মিথ খেলবেন সাতে। এরপর অলরাউন্ডাররা নামবেন। কৃষ ওকস, ব্রাইডন কার্স, জস টাং, এবং শোয়েব বশির সুযোগ পেয়েছেন বোলিং বিভাগে।

ইংল্যান্ড যে প্রথম একাদশ ঘোষণা করেছে, সেটার ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। বিশেষ করে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার। তবে বোলিং বিভাগ বেশ অনভিজ্ঞ এবং দুর্বল। বোলিং বিভাগে সেভাবে অভিজ্ঞ পেসার একমাত্র ওকস। উডস বা আর্চারদের না থাকা ভোগাতে পারে ইংল্যান্ডকে। তবে চমকপ্রদভাবে হেডিংলে ম্যাচে একজন স্পিনারকে দলে রেখেছেন বেন স্টোকস, ব্রেন্ডন ম্যাকালামরা।

ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার, লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এই সিরিজের আগে এমনিই পাহাড়প্রমাণ চাপে গিলের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল। তুলনায় অনেকটা চাপমুক্ত হয়ে নামবে বেন স্টোকস।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, কৃস ওকস, ব্রাইডন কার্স, জস টাং, শোয়েব বসির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement