Advertisement
Advertisement
India Women Cricket Team

ভারতের বিরুদ্ধে অখেলোয়াড়ি আচরণ ইংরেজ ব্যাটারের! মহিলাদের ওয়ানডেতে বিতর্ক

তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত বল আটকানোর অভিযোগ উঠেছে।

England batsman's unsportsmanlike conduct against India sparks controversy in women's ODI
Published by: Prasenjit Dutta
  • Posted:July 20, 2025 8:07 pm
  • Updated:July 20, 2025 8:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারত। যদিও এই ম্যাচে রান আউটের আবেদনকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্টের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত বল আটকানোর অভিযোগ উঠেছে।

Advertisement

ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। দীপ্তি শর্মার বলে স্টেপ আউট করে একটি শট খেলেন বিউমন্ট। বলটি সোজা চলে যায় মিড উইকেটে দাঁড়ানো জেমাইমা রড্রিগেজের কাছে। সেই সময় সিঙ্গেল নিতে আগুয়ান বিউমন্ট। জেমাইমা বল পেয়ে তৎক্ষণাৎ ছুড়ে দেন উইকেটরক্ষক রিচা ঘোষের দিকে। বিতর্কের সূত্রপাত এর পরেই।

রিচা যখন বলটি ধরতে যাচ্ছিলেন, ঠিক তখনই বিউমন্টের ডান পায়ে বল লেগে বেরিয়ে যায়। ভারতীয় দল সঙ্গে সঙ্গে আবেদন জানায়। বিউমন্ট ইচ্ছা করে বল আটকেছেন বলে দাবি ছিল উইমেন্স ইন ইন্ডিয়ার সদস্যদের। ভারতের আবেদনের পর দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেয়। রিপ্লে’তে দেখা যায়, বল ধরতে ব্যর্থ হয়েছেন রিচা। কিন্তু ওই মুহূর্তে ক্রিজে ঢুকে গিয়েছিল বিউমন্টের বাঁ পা। তাঁর ডানপায়ে বল লেগেছিল তার পর। কয়েকটি রিপ্লে দেখার পর বিউমন্টকে নট আউট দেওয়া হয়।

নিয়ম বলছে, বিউমন্টকে আউট না দিয়ে কোনও ভুল কাজ করেননি আম্পায়ার। এমসিসি’র আইন অনুসারে, যদি কোনও ব্যাটার ইচ্ছাকৃতভাবে কোনও ব্যাটার বল আটকে দেয়, তাহলে তাঁকে আউট দেওয়া হয়। কিন্তু তৃতীয় আম্পায়ার মনে করেছেন বিউমেন্টের পায়ে বল লেগেছিল অনিচ্ছাকৃতভাবে। সেই কারণে আউট দেওয়া হয়নি তাঁকে। তবে, ভারতীয় দল আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েছে। সে কথা স্পষ্ট করেছেন স্মৃতি মন্ধানা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ