Advertisement
Advertisement
England Test Team

ম্যাঞ্চেস্টারে ড্র হজম হচ্ছে না! সিরিজ জেতার লক্ষ্যে অলরাউন্ডারকে দলে ফেরাল ইংল্যান্ড

তিন বছর পর টেস্ট দলে ফিরলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার।

England bring back all-rounder to team with aim to win series

ছবি পিটিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:July 28, 2025 3:15 pm
  • Updated:July 28, 2025 3:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল, গিল, ওয়াশিংটন, জাদেজার অনবদ্য ব্যাটিংয়ে ম্যাঞ্চেস্টারে ম্যাচ বাঁচিয়েছে ভারত। যা একেবারেই হজম হচ্ছে না ইংল্যান্ডের। তবে, সিরিজে ইংল্যান্ড এখনও ২-১ ব্যবধানে এগিয়ে। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট। তার আগে দলের শক্তি বৃদ্ধি করে নিল বেন স্টোকসরা। ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত করা হল জেমি ওভারটনকে।

Advertisement

এই অলরাউন্ডার দেশের হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। সেই টেস্টে ৩১ বছর বয়সি এই ক্রিকেটার ৯৭ রান করেন এবং দু’টি উইকেটও নেন। যদিও এরপর থেকে টেস্ট দলের বাইরে রয়েছেন। আইপিএল খেলেছেন। বিশ্বজুড়ে নানান টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছেন। কিন্তু টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। দেশের হয়ে ৬টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলা ওভারটনকে তিন বছর পর টেস্টে সুযোগ দেওয়া হল।

ইসিবি’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “৩১ জুলাই, বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট। সেই ম্যাচের জন্য সারের অলরাউন্ডার জেমি ওভারটনকে দলে নেওয়া হল।” ম্যাঞ্চেস্টার টেস্টের দল থেকে বাদ পড়া জশ টংকে দলে রাখা হয়েছে। চতুর্থ টেস্টের ‘ব্যর্থতা’ ভুলে ওভালে নামতে চাইবেন বেন স্টোকসরা।

উল্লেখ্য, ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ৪২৫ রান করে ভারত। গিল (১০৩), কেএল রাহুল (৯০), জাদেজা (অপরাজিত ১০৭) এবং ওয়াশিংটন (অপরাজিত ১০১) বুক চিতিয়ে লড়াই করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নেন।

ওভাল টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড
বেন স্টোকস (ক্যাপ্টেন), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ